কলকাতা, 21 জানুয়ারি : অসুস্থ কবি শঙ্খ ঘোষ ৷ শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে আজ বেলা 12টা নাগাদ তাঁকে ভরতি করা হয়েছে ৷
শঙ্খ ঘোষ অসুস্থ, ভরতি হাসপাতালে - ফুসফুসের সমস্যায় ভুগছেন
অসুস্থ কবি শঙ্খ ঘোষ ৷ তিনি ফুসফুসের সমস্যায় ভুগছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে ৷ আপাতত অবস্থা স্থিতিশীল ৷
শঙ্খ ঘোষ
হাসপাতালের তরফে আজ বিকেলে জানানো হয়েছে, কবির শ্বাসনালী ও মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে ৷ তবে, অবস্থা আপাতত স্থিতিশীল ৷
প্রাথমিক পরীক্ষাতে ধরা পড়ে, তাঁর শ্বাসনালীর নিচের অংশে (লোয়ার রেসপিরেটরি ট্রাক্ট) সংক্রমণ রয়েছে ৷ এরপর, এক্স-রে, ECG, USG-সহ রক্ত ও মূত্র পরীক্ষা করানো হয় ৷ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতালের তরফে জানানো হয় ৷ রিপোর্ট খতিয়ে দেখে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে ৷
Last Updated : Jan 21, 2020, 7:36 PM IST