পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠ সুখ-শান্তি নিয়ে আসুক', শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

PM Modi on Lokkho Kanthe Gita Path event: আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ মানুষ গীতা পাঠ করবেন ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে ৷ তার আগে শনিবার রাতে এই অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ETV Bharat
ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 9:13 AM IST

Updated : Dec 24, 2023, 11:04 AM IST

কলকাতা, 24 ডিসেম্বর:আজ লক্ষ কণ্ঠে গীত পাঠ অনুষ্ঠিত হবে ব্রিগেডে ৷ তার আগে শনিবার রাতে শুভেচ্ছে বার্তা পাঠালেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই বার্তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ প্রধানমন্ত্রীর লেখা শুভেচ্ছা চিঠি পোস্ট করেছেন সুকান্ত ৷ তিনি লেখেন, "'লক্ষ কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠানকে অটুট সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী ৷ তিনি আমাদের উৎসাহিত করেছেন ৷"

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, "কলকাতার প্যারেড গ্রাউন্ডে 'লক্ষ কণ্ঠে গীতা পাঠ' অনুষ্ঠানের আয়োজন করেছে সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ, সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ ৷ এটা খুব আনন্দের ৷ এক লক্ষ মানুষ গীতা পাঠ করে শোনাবেন ৷ এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ৷" তিনি আরও জানিয়েছেন, গীতা জীবনের পথপ্রদর্শক ৷ জীবন পরিচালনার হ্যান্ডবুক ৷ এইভাবে সবার মিলিত প্রচেষ্টাতেই 2047 সালের মধ্যে একটি শক্তিশালী, উন্নয়নশীল এবং অন্তর্ভুক্ত ভারত গঠনের স্বপ্ন পূরণ হবে ৷ এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ মানুষের জীবনে সুখ-শান্তি নিয়ে আসুক, কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

ভোর থেকে কলকাতাজুড়ে কুয়াশার চাদর ৷ দু'ফুট থেকে আড়াই ফুটের দূরত্বে কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না ৷ এই অবস্থাতে লক্ষ কণ্ঠে গীতা পাঠকে কেন্দ্র করে ব্রিগেডে হাজির সনাতনীরা ৷ এতদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড সাক্ষী থেকেছে একাধিক বড় সমাবেশের ৷ রাজনীতির মহাযজ্ঞে ব্রিগেডে উড়েছে বামপন্থী ডানপন্থী বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা ৷

তবে এদিন শীতের সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড দখল নিল শুধুই গেরুয়া ওম লেখা পতাকা ৷ ভোর পাঁচটা থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের অভিমুখে আসতে শুরু করেন ৷ সকাল 10টায় রীতিমতো ভিড় চোখে পড়ছে ৷ আজকের এই কর্মসূচিতে হাজির থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ কিন্তু অন্য কাজ থাকায় তিনি হাজির হতে পারেননি ৷

মূল কর্মসূচি শুরু হতে এখনও খানিকটা সময় বাকি আছে। মাঝে মাঝে আগত সাধু সন্তরা শঙ্খ সিঙ্গা বাজাচ্ছেন ৷ গোটা ব্রিগেডজুড়ে অন্য আমেজ ৷ এই মুহূর্তে ক্রিসমাস কার্নিভাল চলছে শহরে ৷ ব্রিগেড থেকে ঢিল ছোড়া দূরত্বে রীতিমতো ভিড় বাড়াচ্ছেন উৎসব প্রেমী বাঙালিরা ৷

এদিন গীতা পাঠের আসরের মঞ্চে থাকবেন শংকরাচার্য থেকে শুরু করে একাধিক সাধু-সন্ত ৷ এদিন ব্রিগেডে প্রথম পাঁচটি অধ্যায় পড়া হবে ৷ আজ সকাল 11টা থেকে সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হবে অনুষ্ঠান ৷ খোল-কর্তাল, ধামসা, মাদল বাজিয়ে শোভাযাত্রা হবে ৷ ইতিমধ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের সাধুরা ব্রিগেডে এসেছেন ৷ গতকাল রাতেই ব্রিগেডের কর্মসূচি নিজের চোখে ভালো করে খতিয়ে দেখেছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা ৷ জানা গিয়েছে, এই অনুষ্ঠান গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান পাবে ৷ বেজে উঠবে 50 হাজার শঙ্খ ৷ এই ঘটনাও বিশ্ব রেকর্ড হবে বলেই খবর ৷

আরও পড়ুন:

  1. রবিতে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান, শনিতে ব্রিগেডে চলল শেষ প্রস্তুতি
  2. লক্ষ কণ্ঠে গীতাপাঠ কর্মসূচিতে থাকছেন না প্রধানমন্ত্রী, জানিয়ে দিলেন শুভেন্দু
  3. লক্ষ কণ্ঠে গীতাপাঠের দিনেই রাজ্যে টেট, পরীক্ষার্থীদের কোনও সমস্যা হবে না বলে জানালেন শিক্ষামন্ত্রী
Last Updated : Dec 24, 2023, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details