নয়াদিল্লি, 25 জুলাই: পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সাফল্যের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বঙ্গ বিজেপির সভাপতির কাছে এই প্রশংসা করেছেন তিনি ৷ এ দিন নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এই কথাই জানিয়েছেন সুকান্ত মজুমদার ৷
সংসদ চত্বরে দাঁড়িয়ে এ দিন সুকান্ত মজুমদার বলেন, ‘‘পরিবারের সদস্য়দের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম ৷ তার মধ্যেও উনি কিছু রাজনৈতিক কথাও বলেছেন ৷ পঞ্চায়েত নির্বাচনে যা আসনে জয় হয়েছে, তার প্রশংসা করেছেন ৷ এত অত্যাচারের পর, এত কারচুপির পরও 11 হাজার আসন পেয়েছে বিজেপি, সেই জয়ের প্রশংসা করেন ৷ বলেন যে আপনারা ভালো লড়াই করেছেন ৷ ভালো আসন এসেছে ৷’’
স্বপরিবারে মোদির কাছে সুকান্ত: মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে স্বপরিবারে হাজির হন বঙ্গ বিজেপির সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ৷ তাঁর সঙ্গে তাঁর স্ত্রী ও দুই মেয়ে ছিল ৷ প্রধানমন্ত্রীর হাতে কিছু উপহারও তুলে দিতে দেখা যায় সুকান্তকে ৷ সেই অরাজনৈতিক আলাপচারিতার ফাঁকেই বাংলার রাজনৈতিক প্রসঙ্গও ওঠে বলে সুকান্ত মজুমদার জানিয়েছেন ৷ পাশাপাশি বাংলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ কেমন চলছে, সেই বিষয়েও এ দিন সুকান্তর কাছ থেকে খোঁজ খবর নেন ৷ সেই সময়ই পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির সাফল্যের জন্য সুকান্ত মজুমদারের কাছে প্রশংসা করেন প্রধানমন্ত্রী ৷