পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Modi Attacks TMC: বঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগ প্রধানমন্ত্রী মোদির

PM Narendra Modi addresses BJP's Kshetriya Panchayati Raj Parishad: শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতী রাজ পরিষদের সম্মেলন হয় ৷ সেই সম্মেলনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি তাঁর ভাষণে তৃণমূলের পঞ্চায়েত নির্বাচনে রিগিং ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করেন ৷

PM Modi Attacks TMC
PM Modi Attacks TMC

By

Published : Aug 12, 2023, 12:09 PM IST

Updated : Aug 12, 2023, 12:41 PM IST

নয়াদিল্লি, 12 অগস্ট: পঞ্চায়েত নির্বাচনে হিংসা নিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে সরাসরি ভোটে রিগিং ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ তুলেছেন ৷ বিজেপির এক অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি এই আক্রমণ করেন শনিবার ৷

শনিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত হয় বিজেপির ক্ষেত্রীয় পঞ্চায়েতী রাজ পরিষদের সম্মেলন ৷ সেই অনুষ্ঠানে কোলাঘাটে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা ৷ আর সেখানে ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওই ভাষণেই তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে হিংসা ছড়ানোর অভিযোগ করেন ৷ এই রাজ্যে হত্যার রাজনীতি হয়েছে বলেও তিনি অভিযোগ করেন ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আমাদের কার্যকর্তারা পশ্চিমবঙ্গের হৃতগৌরব ফেরানোর জন্য কাজ করছেন ৷ কিছুদিন আগে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন হয়েছে ৷ এই ভোটে তৃণমূল কংগ্রেস কেমন খুনের খেলা খেলল ! এটাও দেশ দেখেছে ৷’’

তৃণমূলের বিরুদ্ধে মোদির আরও অভিযোগ, এরা প্রথমে নির্বাচনে প্রস্তুতির জন্য সময় দেয় না ৷ মনোনয়ন পেশ করার তারিখ তাড়াহুড়ো করে ঘোষণা করে দেয় ৷ এর পর বিরোধী দল, বিজেপির নেতা-কর্মীরা মনোনয়ন পেশ যাতে না করতে পারে, তার জন্য সবরকম চেষ্টা করেছে ৷ তার পরও যাঁরা মনোনয়ন জমা দিয়েছেন, তাঁদের ভোটে লড়তে বাধা দেওয়া হয়েছে ৷ প্রচারে বাধা দেওয়া হয়েছে ৷ ভোটারদেরও ভয় দেখানো হয়েছে ৷ বিজেপির সমর্থক, আত্মীয়দেরও জীবন দুর্বিষহ করে তোলে তৃণমূল ৷ ঘর থেকে বের হতে দেয় না ৷

প্রধানমন্ত্রীর আরও অভিযোগ, ‘‘এই তোলাবাজির দল ভোটের সময় ছাপ্পা দেওয়ার দলে পরিণত হয় ৷ সমস্ত গুন্ডাদের কন্ট্র্যাক্ট দেওয়া হয় ৷ কোন কোন বুথ কে দখল করবে ৷ ব্যালট বাক্স তুলে নিয়ে পালিয়ে যায় ৷ আর যখন গণনা হয়, তখন প্রতিটি ভোটে বাধা দেওয়া, ভয় পরিবেশ তৈরি করা ৷ কাউন্টিং সেন্টার থেকে বিজেপির কার্যকর্তাদের বের করে দেওয়া ৷’’

তাঁর আরও বক্তব্য, এত অত্যাচারের পরও পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির প্রার্থীদের ভোট দিয়েছে ৷ তাই বিজেপির প্রার্থীরা জিতেছে ৷ কিন্তু তার পরও বিজেপিকে বিজয় মিছিল করতে দেওয়া হয়নি এবং বিজয় মিছিল করে সেখানে প্রাণঘাতী হামলা করা হয়েছে বলে অভিযোগ প্রধানমন্ত্রীর ৷ তাঁর দাবি, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এভাবেই রাজনীতি করে ৷ তৃণমূল বাংলায় আদিবাসীদের প্রতারিত করে বলেও অভিযোগ করেছেন তিনি ৷

একই সঙ্গে এ দিনের সম্মেলন থেকে মণিপুর ইস্যুতেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর দাবি, সংসদে বিরোধীরাই মণিপুর নিয়ে আলোচনা করতে চাননি ৷

আরও পড়ুন:অধীরকে কোণঠাসা করতে কি কলকাতা থেকে ফোন এসেছিল, কটাক্ষ প্রধানমন্ত্রী মোদির

Last Updated : Aug 12, 2023, 12:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details