নয়াদিল্লি ও কলকাতা, 17 সেপ্টেম্বর: প্রয়াত গীতা মেহতা ৷ তিনি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের দিদি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 80 বছর ৷ দিল্লির বাসভবনে বার্ধক্যজনিত কারণেই শনিবার তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দেশের বাইরে থাকলেও এই মৃত্যুতে শোকবার্তা দিতে ভোলেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
সামাজিক মাধ্যম এক্স (টুইটারে) তিনি লেখেন, "সাহিত্যিক গীতা মেহতার মৃত্যুতে আমি শোকাহত ৷ বিজু পট্টনায়কের কন্যা এবং ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন ছিলেন তিনি ৷ একজন সাহিত্যিক, চিত্রনির্মাতা এবং বহুমুখী প্রতিভার অধিকারী গীতা মেহতায় মৃত্যুতে আমরা আহত ৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের প্রতি এবং তাঁর পরিবার, বন্ধু, সাহিত্যানুরাগীদের প্রতি আমার সমবেদনা রইল ৷ তাঁর আত্মা শান্তিতে থাকুক ৷"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও লেখেন, "লেখিকা শ্রীমতি গীতা মেহতার মৃত্যুতে আমি দুঃখিত ৷ তিনি বহুবিধ প্রতিভার অধিকারী ছিলেন ৷ তাঁর চিন্তাভাবনা, লেখার প্রতি তাঁর অনুরাগ, এমনকী ফিল্ম তৈরির জন্য তিনি বিখ্যাত ছিলেন ৷ তিনি প্রকৃতিপ্রেমীও ৷ জল সংরক্ষণের বিষয়ে তিনি উৎসাহী ছিলেন ৷ এই শোকের সময়ে নবীন পট্টনায়ক এবং পুরো পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷ ওম শান্তি !"