কলকাতা, 21 অক্টোবর : আগামীকাল ভার্চুয়ালি রাজ্যের 10টি পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী । সেই মতো দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি প্রতীকী দূর্গা মূর্তিও রাখার পরিকল্পনা করা হয়েছে । BJP সূত্রে খবর, একেবারে বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি পরে প্রথমে বাসভবনে মাতৃবন্দনা করবেন তিনি । তারপর সেখান থেকে ভার্চুয়ালি ভাষণ দেবেন ।
শুধু পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের (EZCC) মণ্ডপই নয়, রাজ্যের আরও 10টি পুজো মণ্ডপে "টু ওয়ে" প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর ভাষণ দেখা যাবে । তবে কী এই ‘‘টু ওয়ে’’ প্রযুক্তি ? এই প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল ভাষণ যেমন EZCC সহ 10টি মণ্ডপে দেখা যাবে অন্যদিকে প্রধানমন্ত্রীও EZCC সহ ওই 10টি পুজো মণ্ডপ দেখতে পাবেন ।