কলকাতা,30 ডিসেম্বর: প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। কলকাতার সফর বাতিল করে আমেদাবাদে গেলেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi is not Coming to Kolkata)। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেষ খবর পাওয়া অনুযায়ী, এখনই বন্দে ভারতের উদ্বোধন বা গঙ্গা পরিষদের বৈঠক কোনও কিছুই বাতিল হচ্ছে না। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে গুজরাট থেকেই প্রধানমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগদান করবেন।
PM Kolkata Visit Cancelled: প্রয়াত মা, বাতিল প্রধানমন্ত্রীর সফর, বন্দে ভারতের উদ্বোধন সূচি মেনেই - প্রয়াত মা বাতিল প্রধানমন্ত্রীর সফর
প্রয়াত হলেন প্রধানমন্ত্রীর মা। আর তার জেরে কলকাতা সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী। তবে বন্দে ভারতেপর উদ্বোধন থেকে শুরু করে গঙ্গা পরিষদের বৈঠক হবে নির্ধারিত সূচি মেনেই (PM Modi is not Coming to Kolkata)।
Etv Bharat
একগুচ্ছ কর্মসূচি থাকায় এদিন কলকাতায় উপস্থিত বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁদের নিয়ে যে গঙ্গা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল তা যথারীতি হবে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরু করতে পারেন বলে জানা গিয়েছে।