কলকাতা, 27 মার্চ : "প্রতিদিন আমাকে এইসব প্রশ্ন জিজ্ঞাসা করবেন না। আমি এই বিষয়ে চিন্তিত নই।" গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর প্রসঙ্গ উঠতেই রীতিমতো উত্তেজিত হয়ে একথা বলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিদিন জিজ্ঞাসা করবেন না; অভিষেকের স্ত্রীর প্রসঙ্গ উঠতেই উত্তেজিত মমতা - west bengal
নোট বাতিল ও আদবানিকে ভোটে না দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়ে BJP কে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
গতকাল নানা ইশুতে বিরোধীদের কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এবার লালকৃষ্ণ আদবানিকে ভোটেনা দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে BJP নেতৃত্ব। এপ্রসঙ্গে মমতা বলেন, "এখন ওরা বড় দল, তাই পুরোনো দিনগুলি ভুলে গেছে। কিন্তু ওল্ড ইজ় গোল্ড। প্রত্যেকের একদিন বয়স হয়। এটা ভালো দেখায় না। দলের শুরু থেকে সঙ্গে রয়েছেন উনি। আমি বিষয়টিকে অপমানজনক বলে মনে করি।"
গতকাল একটি চাঞ্চল্যকর ভিডিয়ো ফুটেজ় সামনে আনে দেশের বিরোধী নেতারা। ৩১ মিনিটের এই ভিডিয়ো ফুটেজ়ে দেখা যায় আহমেদাবাদের এক BJP কর্মী ৪০ শতাংশ কমিশন দিয়ে সময় পেরিয়ে যাওয়া বাতিল নোট বদলাচ্ছেন (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত)। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "নোটবাতিল বড় কেলেঙ্কারি। এর থেকে বড় কেলেঙ্কারি দেশে আর নেই। বর্তমানে ওরা ক্ষমতায় রয়েছে বলে মানুষ জানতে পারছে না।"