পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতা-কর্মীদের সংযত হতে বলুন, মমতাকে পরামর্শ প্রশান্ত কিশোরের ! - EXTORTION

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সূত্রের খবর, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন । তার মধ্যে নেতা-কর্মীদের আচরণ সংযত রাখার পাশাপাশি সংবাদমাধ্যমকে এড়ানোর পরামর্শও রয়েছে ।

ফাইল ফোটো

By

Published : Jun 27, 2019, 10:28 PM IST

কলকাতা, 27 জুন : একদিকে তোলাবাজির সমস্যা, অন্যদিকে একের পর এক নেতার দলবদল । লোকসভা নির্বাচনের পর একাধিক সমস্যায় জেরবার তৃণমূল কংগ্রেস । এই অবস্থায় আজ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করলেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি । তার মধ্যে নেতা-কর্মীদের আচরণ সংযত রাখার পাশাপাশি সংবাদমাধ্যমকে এড়ানোর পরামর্শও রয়েছে ।

লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল নেতা-কর্মীদের দলত্যাগ অব্যাহত । দলনেত্রীর বার্তাতেও তা থামেনি । এদিকে তোলাবাজি সমস্যায় জেরবার রাজ্যের শাসকদল । নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "তোলাবাজির টাকা ফেরত দিন । দলে চোরেদের জায়গা নেই ।" তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পরই শাসকদলের একাধিক নেতা, কর্মীর বাড়িতে চড়াও হওয়ার ঘটনা ঘটে । বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।

এই সংক্রান্ত খবর :তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার

এদিকে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে নবান্নে আসেন প্রশান্ত কিশোর । প্রায় এক ঘণ্টা বৈঠক করেন তিনি । বৈঠকে মমতা ছাড়াও ছিলেন অভিষেক ও তৃণমূলের সোশাল মিডিয়ার দায়িত্বে থাকা কর্নেল দীপ্তাংশু চৌধুরি ।

এই সংক্রান্ত খবর :তোলাবাজির শাস্তি কী ? কী বলছেন আইনজীবীরা...

এর আগে 6 জুন নবান্নে এসেছিলেন প্রশান্ত কিশোর । ওইদিন মমতা ও অভিষেকের সঙ্গে বৈঠক করেছিলেন । শোনা গেছিল, তৃণমূল কংগ্রেসের ভোট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরকে । এরপরই আজকের বৈঠক । বর্তমান পরিস্থিতি থেকে তৃণমূলকে কতটা উদ্ধার করতে পারবেন প্রশান্ত এখন সেটাই দেখার ।

এই সংক্রান্ত খবর :তৃণমূল কাউন্সিলরের বাড়ির সামনে তোলাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ

ABOUT THE AUTHOR

...view details