কলকাতা, 27 জুন : একদিকে তোলাবাজির সমস্যা, অন্যদিকে একের পর এক নেতার দলবদল । লোকসভা নির্বাচনের পর একাধিক সমস্যায় জেরবার তৃণমূল কংগ্রেস । এই অবস্থায় আজ তৃণমূল সুপ্রিমোর সঙ্গে বৈঠক করলেন রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর । সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু পরামর্শ দিয়েছেন তিনি । তার মধ্যে নেতা-কর্মীদের আচরণ সংযত রাখার পাশাপাশি সংবাদমাধ্যমকে এড়ানোর পরামর্শও রয়েছে ।
লোকসভা নির্বাচনের পর থেকে তৃণমূল নেতা-কর্মীদের দলত্যাগ অব্যাহত । দলনেত্রীর বার্তাতেও তা থামেনি । এদিকে তোলাবাজি সমস্যায় জেরবার রাজ্যের শাসকদল । নজরুল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "তোলাবাজির টাকা ফেরত দিন । দলে চোরেদের জায়গা নেই ।" তৃণমূল সুপ্রিমোর এই মন্তব্যের পরই শাসকদলের একাধিক নেতা, কর্মীর বাড়িতে চড়াও হওয়ার ঘটনা ঘটে । বিক্ষোভ দেখান সাধারণ মানুষ ।
এই সংক্রান্ত খবর :তোলাবাজির টাকা ফেরত দিন, কর্মীদের নির্দেশ মমতার