কলকাতা, 19 অগস্ট:যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্র মৃত্যুর ঘটনায় ফের একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ।শনিবার যাদবপুরের এক প্রাক্তনী এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে মামলা করেছেন । মামলাকারীর নাম অভ্র সেন ৷ পাশাপাশি, তিনি আর্জি জানিয়েছেন এই মামলায় যুক্ত করা হোক এনআইএ ও এনসিবিকেও। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলা করা হয়েছে ৷
মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের করা মামলায় পুলিশি তদন্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ৷ তিনি অভিযোগ করেছেন, পুলিশ তদন্ত করছে ঠিকই কিন্তু তা অনেক ধীর গতিতে । এছাড়া তথ্য প্রমাণ লোপাটের সম্ভাবনাও রয়েছে । আবাদেনকারীর দাবি, সিবিআই তদন্ত করলে দ্রুত এই মৃত্যু রহস্যের কিনারা হওয়া সম্ভব । উল্লেখ্য, এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় দু'টি মামলা দায়ের হয়েছে । একটি মামলা করেছেন বাম শিবিরের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় । যিনি রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে র্যাগিং বিরোধী কমিটির সুপারিশ কার্যকর করতে আর্জি জানিয়েছেন । অন্যদিকে, তৃণমুল ছাত্র পরিষদের তরফে একটি মামলা দায়ের হয়েছে যেখানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা লাগানো একাধিক দাবি জানানো হয়েছে ৷ বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে এই মামলায় যুক্ত করা হয়েছে রাজ্যপালকেও ।