কলকাতা, 13 ফেব্রুয়ারি:রুবেলা টিকাকরণে বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ও অন্যান্য ব্যাপারে জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে না, এই অভিযোগ তুলে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ অভিযোগ, হাম ও রুবেলার টিকা এই রাজ্যে জোর করে দেওয়া হচ্ছে । বাচ্চাদের পরিবারকে না জানিয়ে জোর করে স্কুল থেকে টিকা দিয়ে দেওয়া হয়েছে । অথচ কোনওরকম জনসচেতনতামূলক প্রচার করা হচ্ছে না ।
এই টিকা নেওয়ার ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তা উল্লেখ করে প্রচার করা সরকারের দায়িত্ব, কিন্তু তা করা হচ্ছে না ৷ এই অভিযোগ তুলে হাইকোর্টে এই মামলাটি করেছেন অমিত দত্ত নামে এক ব্যাক্তি । যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় 90 শতাংশ এবং কলকাতায় 50 শতাংশ টিকাপ্রদান হয়ে গিয়েছে । কোনও পড়ুয়াকে জোর করে টিকা দেওয়া হচ্ছে না । ন্যাশানাল হেলথ মিশনের অধীনে এই টিকাকরণ হচ্ছে । যাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র, যেমন জন্ম সার্টিফিকেট, আধারকার্ড রয়েছে তাদেরই দেওয়া হচ্ছে ।