কলকাতা, 5 জুলাই: প্রতিদিনই বাজারে বেরিয়ে ক্রেতা-বিক্রেতাদের পড়তে হচ্ছে সমস্যায় ৷ জিনিস কিনতে গিয়ে প্লাস্টিক ব্যবহার করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে আমজনতাকে ৷ এই বিভ্রান্তির এবার ইতি টানল কলকাতা পৌরনিগম (Plastic Carry Bag Banned Campaign by KMC)।
কলকাতা পৌরনিগমের তরফে বলা হয়েছিল তাদের কাছে নতুন কোনও নির্দেশিকা আসেনি ৷ তাই 75 মাইক্রনের নীচে প্লাস্টিক নিষিদ্ধ বলেই ধরা হবে। অন্যদিকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে 100 মাইক্রনের নোটিশ জারি হয়েছে। আর এই দুই মাপকাঠি নিয়েই সমস্যায় পড়েছেন বিক্রেতা থেকে ক্রেতা। কলকাতা পৌরনিগমের পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ স্বপন সমাদ্দার স্পষ্ট করে বলেন, "কলকাতায় এখন 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। আগামী জানুয়ারি মাসে সেটা বেড়ে 100 মাইক্রন হতে পারে। এখনই 100 মাইক্রন নয়।
অন্যদিকে 1 জুলাই থেকে নিষিদ্ধ হলেও নজরদারি বা প্রচার চালাতে দেখা যায়নি পৌরনিগমকে। তবে শহর জুড়ে মিশ্র ছবি উঠে এসেছে। একদিকে যেমন বহু দোকানদার বা ক্রেতা আইনের তোয়াক্কা না করেই 75 মাইক্রনের নীচে প্লাস্টিক ব্যাবহার করছেন তেমন অনেকেই সেটা বন্ধ করে হয় কাগজের ঠোঙা বা কাপড়ের ব্যাগ ব্যবহার শুরু করেছে। তবে ক্রেতা-বিক্রেতাদের সচেতন ছবি খুব কম অংশেই দেখা মিলছে।
কলকাতায় 100 নয়, আপাতত 75 মাইক্রোনের নীচে প্লাস্টিক নিষিদ্ধ আরও পড়ুন :দমদম এয়ারপোর্ট 'টু' হাওড়া স্টেশন এবার মাত্র একশো টাকায়
এদিন স্বপন সমাদ্দার আরও জানান, এখন কলকাতায় 75 মাইক্রনের নীচে প্লাস্টিক নিষিদ্ধ। আগামী জানুয়ারিতে সেটা বেড়ে 100 হবে। রথ, চিকিৎসক দিবস ও রবিবার থাকায় কিছু করা হয়নি ৷ আগামিকাল থেকে শহর জুড়ে ব্যাপক অভিযান শুরু করব। চলবে সচেতনতা প্রচার পাশাপাশি বেপরোয়া মনোভাব দেখলে করা হবে জরিমানা।