পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহরে শুরু হতে চলেছে প্লাজমা থেরাপি, মেডিকেলে প্রস্তুতি, প্রয়োগ বেলেঘাটা ID-তে - wb_kol_02_plasma_therapy_trial_soon_in_kolkata_copy_7203421

COVID-19-এ আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য কলকাতায় শুরু হতে চলেছে প্লাজমা থেরাপির ট্রায়াল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তুত করা হবে এই প্লাজমা । এই প্লাজমা প্রয়োগ করা হবে ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের রোগীদের উপর ।

plasma treatment is going to start in kolkata for corona virus
কোরোনার চিকিৎসায় কলকাতায় প্লাজমা থেরাপি, মেডিকেলের প্রস্তুত প্লাজমার প্রয়োগ হবে ID&BG-তে

By

Published : Apr 25, 2020, 11:47 PM IST

কলকাতা, 25 এপ্রিল : COVID-19-এ আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য কলকাতায় শুরু হতে চলেছে প্লাজমা থেরাপির ট্রায়াল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রস্তুত করা হবে এই প্লাজমা । এই প্লাজমা প্রয়োগ করা হবে ইনফেকশাস ডিজিজেস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতালের রোগীদের উপর । COVID-19-এর ওষুধ হিসাবে শীঘ্রই কলকাতায় প্লাজমা থেরাপির এই ট্রায়াল শুরু হবে বলে আশায় রয়েছে কর্তৃপক্ষ ।

এখনও পর্যন্ত COVID-19-এর কোনও চিকিৎসা নেই । পরীক্ষামূলকভাবে বিভিন্ন ধরনের ওষুধের প্রয়োগ হচ্ছে । এই ওষুধ হিসাবে বিভিন্ন স্থানে প্লাজমা থেরাপির প্রয়োগও হচ্ছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে COVID-19-এ আক্রান্ত রোগীদের চিকিৎসায় কলকাতায় শুরু হতে চলেছে প্লাজমা থেরাপির ট্রায়াল । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনোহেমাটোলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে এই প্লাজমা প্রস্তুত করা হবে ।

এই বিভাগের প্রধান, চিকিৎসক প্রসূন ভট্টাচার্য বলেন, " প্লাজমা থেরাপি যেহেতু প্রচলিত চিকিৎসা নয় ৷ সেজন্য নতুন কোনও ক্ষেত্রে এই চিকিৎসা শুরু করতে হলে পদ্ধতিগতভাবে কিছু বিশেষ পারমিশন নিতে হয় । এক্ষেত্রে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) এবং, ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)-র অনুমতি প্রয়োজন । কারণ, প্লাজমা থেরাপির প্রয়োগ মানুষের উপর হবে । প্লাজমা থেরাপিকে যেহেতু ওষুধ হিসাবে ব্যবহার করা হবে, সেই জন্য DCGI-এর অনুমতি প্রয়োজন । ICMR এবং DCGI-এর এই অনুমতি পাওয়ার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনোহেমাটলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে পরিকাঠামো রয়েছে । "

তিনি আরও বলেন, " মেডিকেল কলেজে এই মুহূর্তে সব কিছু রয়েছে । তবে, প্লাজমা সংগ্রহের জন্য যে ডিসপোজ়েবল প্রয়োজন, তা আনাতে হবে । প্লাজমার কিছু পরীক্ষা-নিরীক্ষা দরকার ৷ সেগুলির জন্যেও ব্যবস্থা নিতে হবে । পাশাপাশি ICMR এবং DCGI-এর সম্মতি প্রয়োজন । আমরা আশা করছি, খুব শীঘ্রই আমরা COVID-19-এর জন্য প্লাজমা ট্রিটমেন্টের ট্রায়াল শুরু করতে পারব । হয়তো এক সপ্তাহ বা 10-14 দিন সময় লাগতে পারে । আমার বিশ্বাস, ওই জিনিসগুলি চলে এলেই আমরা কাজ শুরু করে দিতে পারব । " COVID-19-এ আক্রান্ত হওয়ার পরে যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের থেকে প্লাজমা সংগ্রহ করা হবে ৷ এরপরে তার প্রক্রিয়াকরণ, পদ্ধতিগতভাবে ওই প্লাজমা টেস্ট করা হবে ৷ তারপর COVID-19 আক্রান্ত কোনও রোগীকে বাঁচানোর জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে । সঙ্গে গবেষণার বিষয়টিও রয়েছে ।

জানা গিয়েছে, কলকাতায় এই প্লাজমা থেরাপির ট্রায়াল চালুর জন্য শুধুমাত্র কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল নয় । সঙ্গে রয়েছে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, ID&BG হাসপাতাল এবং IICB, CSIR-এর মতো প্রতিষ্ঠানও । এই দুই প্রতিষ্ঠান কলকাতায় COVID-19-এর মুমূর্ষু রোগীদের উপর প্লাজমা ট্রিটমেন্টের এই ট্রায়ালে গবেষণার সঙ্গে যুক্ত থাকবে । যেখানে ইমিউনোহেমাটলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন, এই বিষয়ের উপর বিশেষজ্ঞরা রয়েছে ৷ উন্নতমানের ব্লাডব্যাঙ্ক ও সেই ব্লাডব্যাঙ্কে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে ৷ সেখানে COVID-19-এর মুমূর্ষু রোগীদের উপর প্লাজমা ট্রিটমেন্টের ট্রায়ালের জন্য ICMR, DCGI-এর অনুমতি পাওয়া যাচ্ছে ৷ জানিয়েছেন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনোহেমাটলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান । তিনি বলেন, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এই সব রয়েছে । এই কারণে তাঁরা খুব শীঘ্রই এই প্লাজমা ট্রিটমেন্টের ট্রায়াল শুরু করতে পারবেন ৷ প্রক্রিয়াগতভাবে কিছুটা হলেও আমরা এগিয়ে গেছি । আশা করছি যথা শীঘ্র সম্ভব প্লাজমা ট্রিটমেন্টের এই ট্রায়াল শুরু করতে পারব । " COVID-19-এর অ্যান্টিবডির গবেষণাও যাতে করা যায়, সেই বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান তিনি ।

কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ইমিউনোহেমাটলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান চিকিৎসক প্রসূন ভট্টাচার্য ৷ তিনি বলেন, " প্লাজমা ট্রিটমেন্টের এই ট্রায়াল, এটা গ্রুপ অফ স্টাডি । বিভিন্ন সেন্টার এখানে যুক্ত রয়েছে । ICMR, DCGI-এর অনুমতি পাওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমরা অ্যাপ্লাইয়ের চেষ্টা করছি । "

COVID-19-এ আক্রান্তদের চিকিৎসায় কিছু ওষুধের ব্যবহার হচ্ছে । ওষুধ হিসাবে এই প্লাজমা থেরাপির বিষয়ে কতটা আশাবাদী? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, " প্লাজমা থেরাপির এই প্রয়োগ, এটা ট্রায়াল । বহু রোগীর উপর এটা প্রয়োগ করে দেখা হবে কী ফলাফল পাওয়া যায় । কোনও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হবে কি না, তা এখনই বলা সম্ভব নয় । তবে, গোটা বিষয়টির উপর আমাদের নজর থাকবে । এই জন্য সব বিধিনিষেধ মেনে প্লাজমা ট্রিটমেন্টের এই ট্রায়াল হবে । "

COVID-19-এ আক্রান্ত যে সব রোগী সুস্থ হয়ে গেছেন ৷ তাঁদের শরীরে অ্যান্টিবডি বা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায় । অন্য ভাইরাসের সংক্রমণের ক্ষেত্রেও শরীরে তৈরি হয় অ্যান্টিবডি । ওই অ্যান্টিবডি অর্থাৎ, প্রতিরোধ ক্ষমতা অন্য কোনও রোগীর শরীরে প্রয়োগকে বলে সিরাম বা প্লাজমা ট্রিটমেন্ট । বিভিন্ন ক্ষেত্রে প্লাজমা ট্রিটমেন্ট করা হয় । যেমন, অ্যান্টি ডিপথেরিক সিরাম, অ্যান্টি টিটেনাস সিরাম । যাঁরা গুরুতর অসুস্থ, তাঁদেরকে প্লাজমা ট্রিটমেন্ট দেওয়া হলে অনেকটা উপকার পেতে দেখা গেছে । COVID-19-এ আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এবার কলকাতায় প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু হতে চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details