পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কলকাতা মেডিকেলে শুরু হতে চলেছে প্লাজ়মা থেরাপি

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, ID&BG হাসপাতালে কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্লাজ়মা থেরাপির ট্রায়াল চলছে । এর জন্য কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্লাজ়মা সংগ্রহ করা হচ্ছে । এখানেই রয়েছে প্লাজ়মা ব্যাঙ্ক ৷ ফলে অদূর ভবিষ্যতে এই কলেজেই প্লাজ়মা থেরাপি প্রয়োগ করা হবে ৷

Kolkata Medical college and Hospital
মেডিকেল কলেজ

By

Published : Aug 7, 2020, 12:00 PM IST

কলকাতা, 7 অগাস্ট : কোরোনায় আক্রান্ত রোগীদের উপর কলকাতায় প্লাজ়মা থেরাপির ট্রায়াল চলছে ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল (ID&BG) হাসপাতালে । সম্প্রতি এই ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্টে জানানো হয়েছে, কোরোনায় আক্রান্ত রোগীদের সুস্থ করে তোলার ক্ষেত্রে প্লাজ়মা থেরাপির এই প্রয়োগ আশাপ্রদ । এই শহরে এবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন কোরোনা আক্রান্ত রোগীদের উপরেও প্রয়োগ হতে চলেছে প্লাজ়মা থেরাপি ।

কোনও কোরোনায় আক্রান্ত রোগীকে প্লাজ়মা থেরাপি দেওয়া হলে কাজ হচ্ছে কি না, সেটা দেখা হচ্ছে দেশের অন্য হাসপাতালে । আর কলকাতায় দেখা হচ্ছে, কোন কোরোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে কাজ করছে প্লাজ়মা থেরাপি । মূলত এই লক্ষ্য নিয়েই মে মাসের শেষের দিকে কলকাতায় শুরু হয় প্লাজ়মা থেরাপির এই ট্রায়াল । যা চলছে ID&BG হাসপাতালে । আর এই ট্রায়ালের জন্য প্লাজ়মা সংগ্রহ করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে । এই মেডিকেল কলেজ ও হাসপাতালে প্লাজ়মা ব্যাঙ্কও চালু করা হয়েছে । কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা প্লাজ়মা থেরাপির ট্রায়ালের অন্তর্বর্তী রিপোর্টও পেশ করা হয়েছে । তাতে বলা হয়েছে, কোরোনায় আক্রান্ত রোগীকে সুস্থ করে তোলার ক্ষেত্রে প্লাজ়মা থেরাপির প্রয়োগ আশাপ্রদ । প্লাজ়মা থেরাপি বেশ কিছু কোরোনায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে খুব ভালোভাবে কাজ করছে ।

কলকাতায় ID&BG হাসপাতালের কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্লাজ়মা থেরাপির যে ট্রায়াল চলছে, তার জন্য সুস্থ হয়ে ওঠা কোরোনায় আক্রান্ত রোগীদের কাছ থেকে প্লাজ়মা সংগ্রহ করা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনোহেমাটলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগে । এখানে কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্রয়োগের জন্য সংগৃহীত প্লাজ়মা ব্যাঙ্কও চালু করা হয়েছে । সংগৃহীত প্লাজ়মা এই ব্যাঙ্কে সংরক্ষণ করে রাখা হচ্ছে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এই প্লাজ়মা ব্যাঙ্কের কাজ এখনও সম্পূর্ণ হয়নি । কারণ, এইব্যাঙ্কে এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠা কোরোনায় আক্রান্ত রোগীদের দান করা প্লাজ়মা সংগ্রহের পরে সংরক্ষণ করে রাখা হচ্ছে । তবে, এখানে প্লাজ়মা সঞ্চালন-ও করা হবে । তখনই এইব্যাঙ্কের কাজ সম্পূর্ণ হবে । সঞ্চালন অর্থাৎ আগামী দিনে এখানেও কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্লাজ়মা থেরাপির প্রয়োগ করা হবে । এর জন্য অনুমোদনের প্রয়োজন । যে কারণে, ইতিমধ্যেই ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এ আবেদন জানিয়েছে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ ।

এই হাসপাপাতালে চিকিৎসাধীন কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্লাজ়মা থেরাপির প্রয়োগ কবে শুরু হতে পারে? এবিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ইমিউনোহেমাটলোজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান, চিকিৎসক প্রসূন ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আশা করা হচ্ছে, আগামী দু'তিন সপ্তাহের মধ্যেই আমরা এটা চালু করতে পারব ।" এবিষয়ে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) ইন্দ্রনীল বিশ্বাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ID&BG হাসপাতালে কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্লাজ়মা থেরাপির ট্রায়াল চলছে । এর জন্য আমাদের এখানে প্লাজ়মা সংগ্রহ করা হচ্ছে । আমাদের এখানে যেহেতু প্লাজ়মা ব্যাঙ্ক রয়েছে । এখানে তো কোরোনায় আক্রান্ত রোগীদেরও চিকিৎসা চলছে । এই কারণে অদূর ভবিষ্যতে আমাদের এখানে কোরোনায় আক্রান্ত রোগীদের উপর প্লাজ়মা থেরাপি প্রয়োগের সম্ভাবনা রয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details