কলকাতা, 7 ডিসেম্বর:নতুন বছর শুরুতেই শহরে বসতে চলেছে জি-20 সম্মেলনের আসর । আসবেন দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ । তাঁদের চলার পথকে আরও সুন্দর করে তুলতে তৎপর প্রশাসন । সেই উদ্দেশ্যেই ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাসকে আরও আকষর্ণীয় করার তোড়জোড় শুরু হয়েছে (Plans to decorated EM Bypass on the Occasion of G20 Summit)।
কলকাতা-সহ আশপাশের গোটা এলাকাই সাজানো হবে বলে জানা গিয়েছে । তবে বিশেষ নজর দেওয়া হবে ইএম বাইপাসের উপর । ইতিমধ্যেই কলকাতা পৌরনিগম নিজে ইএম বাইপাসের (Eastern Metropolitan Bypass) রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাতে নিয়েছে । গাছ লাগানো থেকে শুরু করে ফুটপাথ ঠিক করার কাজ শুরু হচ্ছে । যে পথে দেশ-বিদেশের অতিথিরা শহরে আসবেন বা শহর ঘুরবেন, সেই রাস্তা-সহ আশপাশের পরিবেশকে দৃষ্টিনন্দন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে ।
আরও পড়ুন :জি-20 গোষ্ঠীর সভাপতিত্বে ভারত, স্মরণীয় রাখতে দেশের 100টি সৌধে জ্বলল আলো