কলকাতা, 7 সেপ্টেম্বর:কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করার নিয়ম নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে । এদিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে ফিরোজ এডুলজি নামে এক আইনজীবী জানান,
- মামলা দায়ের করার সময় আবেদনকারীর পরিচয় পত্র-সহ তথ্য উপস্থিতি থাকতে হবে ফাইলিং বিভাগে ।
- মামলা দায়ের করার সময় ফাইলে আইনজীবীদের রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে ।
এই নিয়ম বাধ্যতামূলক করা হোক । নাহলে বহু ভুয়ো নথি দিয়ে মামলা দায়ের হচ্ছে বলে দাবি করেন তিনি । সংশ্লিষ্ট আইনজীবীর সেই মামলা গৃহীত হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।