পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PIL on The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে - জনস্বার্থ মামলা

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল ৷ কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷

PIL on The Kerala Story ETV BHARAT
PIL on The Kerala Story

By

Published : May 10, 2023, 5:18 PM IST

কলকাতা, 10 মে: রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ যার বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার জোড়া আবেদন জমা পড়েছে ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে ৷

অন্যতম মামলাকারী অনিন্দ্য সুন্দর দাস আবেদনে জানিয়েছেন, এইভাবে বিজ্ঞপ্তি জারি করে কোনও সিনেমা বন্ধ করা যায় না ৷ এমনটা হলে তা বাক স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেন তিনি ৷ উল্লেখ্য, গত সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিয়ে আপত্তি জানান ৷ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করে দেখানোর জন্য বিজেপির মদতে এই ধরনের সিনেমা তৈরি করা হচ্ছে ৷ এ প্রসঙ্গে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার উদাহরণ টানেন মুখ্যমন্ত্রী ৷

মমতার এই মন্তব্যের পরেই, বিকেলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে বলা হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি দেখালে রাজ্যের আইনশৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই সিনেমাটি কলকাতা এবং রাজ্যের কোনও জেলাতেই দেখানো যাবে না ৷ এর পরেই বিজেপির তরফে রাজ্য সরকারের সমালোচনা শুরু হয় ৷ দাবি করা হয়, মুখ্যমন্ত্রী যদি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না-রাখতে পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত ৷ এ নিয়ে শাসক-বিরোধী তরজাও এই মুহূর্তে চরমে উঠেছে ৷

আরও পড়ুন:বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সিদ্ধান্ত নবান্নের

সিনেমার নির্মাতাদের তরফেও রাজ্যের এই ঘোষণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ৷ তারই মধ্যে আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছিল ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ সেই অনুমতি দিয়েছে ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details