পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PIL on The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ নিষেধাজ্ঞার বিরুদ্ধে জোড়া জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার উপর নিষেধাজ্ঞা জারি করার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল ৷ কলকাতা হাইকোর্ট মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷

PIL on The Kerala Story ETV BHARAT
PIL on The Kerala Story

By

Published : May 10, 2023, 5:18 PM IST

কলকাতা, 10 মে: রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার ৷ যার বিরুদ্ধে বুধবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার জোড়া আবেদন জমা পড়েছে ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে ৷ জরুরি ভিত্তিতে শুনানির আবেদন করা হয়েছিল ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে ৷

অন্যতম মামলাকারী অনিন্দ্য সুন্দর দাস আবেদনে জানিয়েছেন, এইভাবে বিজ্ঞপ্তি জারি করে কোনও সিনেমা বন্ধ করা যায় না ৷ এমনটা হলে তা বাক স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল বলে মন্তব্য করেন তিনি ৷ উল্লেখ্য, গত সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা নিয়ে আপত্তি জানান ৷ তিনি অভিযোগ করেন, একটি বিশেষ সম্প্রদায়কে ছোট করে দেখানোর জন্য বিজেপির মদতে এই ধরনের সিনেমা তৈরি করা হচ্ছে ৷ এ প্রসঙ্গে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার উদাহরণ টানেন মুখ্যমন্ত্রী ৷

মমতার এই মন্তব্যের পরেই, বিকেলে নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেখানে বলা হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি দেখালে রাজ্যের আইনশৃঙ্খলা ও শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে ৷ তাই সিনেমাটি কলকাতা এবং রাজ্যের কোনও জেলাতেই দেখানো যাবে না ৷ এর পরেই বিজেপির তরফে রাজ্য সরকারের সমালোচনা শুরু হয় ৷ দাবি করা হয়, মুখ্যমন্ত্রী যদি রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে না-রাখতে পারেন, তাহলে তাঁর পদত্যাগ করা উচিত ৷ এ নিয়ে শাসক-বিরোধী তরজাও এই মুহূর্তে চরমে উঠেছে ৷

আরও পড়ুন:বাংলায় নিষিদ্ধ 'দ্য কেরালা স্টোরি', মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরেই সিদ্ধান্ত নবান্নের

সিনেমার নির্মাতাদের তরফেও রাজ্যের এই ঘোষণার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ৷ তারই মধ্যে আজ কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানানো হয়েছিল ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ সেই অনুমতি দিয়েছে ৷ আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details