পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cal High Court: কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা - প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়

PIL on Students Councils Election: অবিলম্বে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Etv Bharat
হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2023, 4:20 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋষভ সাহা। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে আগামী সপ্তাহে ৷

দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না ৷ মাঝে তৃণমূলের তরফে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানানো হলেও, তা আর এগোয়নি ৷ এবার তা নিয়েই আদালতের দ্বারস্থ হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।


মামলাকারী ছাত্রের আইনজীবী সৌম্য দাশগুপ্ত এবং আইনজীবী ঋতঙ্কর দাস জানান, রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। ওই আইন সংবিধান পরিপন্থী বলেও অভিযোগ রয়েছে। আইনজীবীদের দাবি, 2017 সালের পর থেকে যাদবপুর, ডায়মন্ড হারবার ও প্রেসিডেন্সি তিনটি বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়েই ছাত্র ভোট হয়নি। তাও এই তিনটি বিশ্ববিদ্যালয়ে শেষ 2020 সালে নির্বাচন হয়েছে বলেও জানান অভিযোগকারীর আইনজীবী ৷


অন্যান্য রাজ্যে যেমন প্রতি বছর নিয়ম করে ছাত্র ভোট হয় ৷ এই রাজ্যেও তা করা হোক, মামলা দায়ের করে সেই আবেদনই জানানো হয়েছে। এনিয়ে সুপ্রিমকোর্টের যে নির্দেশ আছে তারও উল্লেখ করা হয়েছে। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ও ছাত্র মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ভূমিকা প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হস্টেলগুলো কারা বছরের পর বছর দখল করে রাখছে, এবং নতুন ভরতি হওয়া ছাত্রদের সঙ্গে কী ধরনের আচরণ করছেন সিনিয়ররা সেই সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের ভুমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: দরকার নেই জয়েন্ট এন্ট্রান্সের, বিজ্ঞান নিয়ে পড়লেই ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ রাজ্যে

পাশাপাশি দিনের পর দিন এই ছাত্র সংসদের নির্বাচন না হওয়ার জন্য একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সংগঠনের দৌরাত্ম্য বেড়ে চলেছে বলেও অভিযোগ করা হয়। হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রাজ্যকে দ্রুত কলেজ-বিশ্ববিদ্যালগুলির ছাত্র সংসদের নির্বাচন যাতে করা হয়, সেই বিষয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মারফত তৎপর হতেও নির্দেশ দিয়েছিলেন।

ABOUT THE AUTHOR

...view details