কলকাতা, 22 সেপ্টেম্বর: অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলা করলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঋষভ সাহা। হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলার শুনানি হওয়ার সম্ভবনা রয়েছে আগামী সপ্তাহে ৷
দীর্ঘদিন ধরে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না ৷ মাঝে তৃণমূলের তরফে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানানো হলেও, তা আর এগোয়নি ৷ এবার তা নিয়েই আদালতের দ্বারস্থ হলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৷ আগামী সপ্তাহে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
মামলাকারী ছাত্রের আইনজীবী সৌম্য দাশগুপ্ত এবং আইনজীবী ঋতঙ্কর দাস জানান, রাজ্য সরকারের কাউন্সিল আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে। ওই আইন সংবিধান পরিপন্থী বলেও অভিযোগ রয়েছে। আইনজীবীদের দাবি, 2017 সালের পর থেকে যাদবপুর, ডায়মন্ড হারবার ও প্রেসিডেন্সি তিনটি বিশ্ববিদ্যালয় ছাড়া রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়েই ছাত্র ভোট হয়নি। তাও এই তিনটি বিশ্ববিদ্যালয়ে শেষ 2020 সালে নির্বাচন হয়েছে বলেও জানান অভিযোগকারীর আইনজীবী ৷