কলকাতা, 4 নভেম্বর: সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) সম্পূর্ণ বেআইনি ভাবে কেন সরানো হল, তার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী রমাপ্রসাদ সরকার ।
আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ থাকার সত্ত্বেও কেন সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি (BCCI President) পদ থেকে সরানো হল ? সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 2025 সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ স্বপদে বহাল থাকতে পারেন । অথচ সৌরভকে সরে যেতে হল এবং জয় শাহ স্বপদে বহাল রয়েছেন ।
তাঁর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার প্রাক্তন ক্রিকেটার । ভারতের প্রাক্তন অধিনায়ক । এটা বাংলার অপমান । এর পিছনে কি কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে ?
তিনি আরও বলেন, বিসিসিআই (BCCI) মামলা করেছিল সুপ্রিম কোর্টে । সেখানে হেরে যাওয়ার পর তারা হাইকোর্টে এসে বলতে পারে ৷ এটা হাইকোর্টের এক্তিয়ার বহির্ভূত মামলা নয় । কিন্তু এই ব্যাপারে তাদের হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে ৷ আদালত কমিটি গঠন করে তদন্ত করুক । আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।