পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sourav Ganguly: সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা - সুপ্রিম কোর্ট

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী রমাপ্রসাদ সরকার জনস্বার্থ মামলা দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) নিয়ে ৷ তাঁর প্রশ্ন, সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ করা হয়েছে ?

pil-filed-in-calcutta-high-court-on-why-sourav-ganguly-was-illegally-dropped-as-bcci-president
Sourav Ganguly: সৌরভকে বেআইনি ভাবে কেন বিসিসিআই সভাপতি পদ থেকে অপসারণ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা

By

Published : Nov 4, 2022, 7:15 PM IST

Updated : Nov 4, 2022, 10:52 PM IST

কলকাতা, 4 নভেম্বর: সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) সম্পূর্ণ বেআইনি ভাবে কেন সরানো হল, তার বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) আইনজীবী রমাপ্রসাদ সরকার ।

আইনজীবীর বক্তব্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ থাকার সত্ত্বেও কেন সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি (BCCI President) পদ থেকে সরানো হল ? সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 2025 সাল পর্যন্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ স্বপদে বহাল থাকতে পারেন । অথচ সৌরভকে সরে যেতে হল এবং জয় শাহ স্বপদে বহাল রয়েছেন ।

তাঁর কথায়, সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার প্রাক্তন ক্রিকেটার । ভারতের প্রাক্তন অধিনায়ক । এটা বাংলার অপমান । এর পিছনে কি কোনও রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে ?

তিনি আরও বলেন, বিসিসিআই (BCCI) মামলা করেছিল সুপ্রিম কোর্টে । সেখানে হেরে যাওয়ার পর তারা হাইকোর্টে এসে বলতে পারে ৷ এটা হাইকোর্টের এক্তিয়ার বহির্ভূত মামলা নয় । কিন্তু এই ব্যাপারে তাদের হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে ৷ আদালত কমিটি গঠন করে তদন্ত করুক । আগামী মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

প্রসঙ্গত, লোধা কমিটির বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী, রাজ্য সংস্থা ও বিসিসিআই মিলিয়ে কোনও প্রশাসক টানা ছ’বছরের বেশি পদে থাকতে পারবেন না ৷ 2019 সালে সৌরভ বোর্ড সভাপতি পদে বসেন ৷ তার আগে প্রায় পাঁচ বছর তিনি সিএবি-তে ছিলেন ৷ ফলে তাঁর পদের সময়সীমা 2020-র মাঝামাঝি শেষ হওয়ার কথা ছিল ৷

কিন্তু করোনা-সহ নানা কারণে তা কার্যকর হয়নি ৷ পরে সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলা করে বোর্ড ৷ তখন আদালতের নির্দেশে কিছু নিয়মে বদল হয় ৷ নতুন নিয়মে কোনও প্রশাসক টানা ছ’বছর রাজ্য সংস্থা বা বিসিসিআইয়ের কোনও পদে থাকতে পারবেন ৷ সেই হিসেবে সৌরভ আরও তিনবছর বোর্ডের সভাপতি থাকতে পারতেন ৷

কিন্তু এবার আর তিনি বোর্ডের সভাপতি হননি ৷ বরং সর্বসম্মতিতে বোর্ড সভাপতি হয়েছেন 83-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য রজার বিনি ৷

আরও পড়ুন:বিসিসিআইয়ে দাদাগিরি শেষ হওয়া নিয়ে বাংলায় রাজনৈতিক যুদ্ধ

Last Updated : Nov 4, 2022, 10:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details