কলকাতা, 31 জানুয়ারি: ফরাক্কায় আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহের কাজকর্ম নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হল । মামলাকারী মানবাধিকার সংগঠন এপিডিআর ও 30 জন ফলচাষি । আগামী 7 ফেব্রুয়ারি মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে ।
ঝাড়খণ্ডের গোড্ডা জেলায় আদানি গোষ্ঠীর (Adani Group) তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মুর্শিদাবাদের উপর দিয়ে হাইটেনশন তার নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে (Bangladesh) । মুর্শিদাবাদের যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে এই হাইটেনশন তার সেখানে আম ও লিচু বাগান থাকায় প্রবল আপত্তি তুলেছেন কৃষকরা । এই নিয়ে কৃষকদের সাথে পুলিশের একাধিকবার খণ্ডযুদ্ধ হয়েছে ।
কৃষকদের বক্তব্য, মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেনিয়া গ্রামের বেশিরভাগ লোক আম ও লিচুর চাষের উপর নির্ভরশীল । এলাকায় যেদিকে খালি জমি রয়েছে, সেদিক দিয়ে হাইটেনশন তার গেলে কারও আপত্তি নেই । বাগানের উপর দিয়ে তার গেলে ফসলের ক্ষতি হবে । কিন্তু প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি । উলটে পুলিশের মার জুটেছে তাঁদের কপালে ।
জমি লুটের অভিযোগ তুলে আগেই সরব হয়েছিল এপিডিআর (APDR) । রাজ্যের প্রশাসন কর্পোরেটদের জমি লুটের সুযোগ করে দিচ্ছে বলেও অভিযোগ করে তারা । এবার তারা হাইকোর্টের দ্বারস্থ হল এই একই অভিযোগে । এখন দেখার আদালত এই মামলায় কী নির্দেশ দেয় ৷
তবে গত কয়েকদিন ধরেই বিতর্কে রয়েছেন শিল্পপতি গৌতম আদানি (Gautam Adani) ও তাঁর সংস্থা৷ মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত 23 জানুয়ারি একটি প্রতিবেদনে দাবি করে যে আদানি গোষ্ঠী কয়েক দশক ধরে শেয়ার ম্যানিপুলেশন ও অ্যাকাউন্ট জালিয়াতি করছে । মার্কিন গবেষণা সংস্থা হিন্ডেনবার্গে ওই প্রতিবেদন প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আদানি গোষ্ঠীর শেয়ারের দর কমতে শুরু হয়েছে ৷ ফলে আদানির মোট সম্পত্তির উপরও প্রভাব পড়েছে ৷ এর জেরে গৌতম আদানি ব্লুমবার্গ বিলিয়নিয়র সূচকে পিছিয়ে পড়েছেন ৷ আর বিশ্বের প্রথম দশজন ধনীর তালিকায় তাঁর নাম নেই ৷ ব্লুমবার্গ বিলিয়নেয়ার সূচক অনুযায়ী, আদানি এখন 11 নম্বরে নেমে এসেছেন ।
আরও পড়ুন:ধনীদের তালিকার প্রথম দশ থেকে ছিটকে গেলেন গৌতম আদানি