পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PIL Filed in Calcutta HC: 'মেডিক্যাল কলেজের বিক্ষোভে ক্ষতি হচ্ছে পরিষেবার', জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে - জনস্বার্থ মামলা

মেডিক্যাল কলেজের (Kolkata Medical College protest) বিক্ষোভের জেরে (PIL Filed in Calcutta HC) ক্ষতি হচ্ছে স্বাস্থ্য পরিষেবা - এই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে (Calcutta High Court)৷

ETV Bharat
কলকাতা হাইকোর্টের ছবি

By

Published : Dec 20, 2022, 12:57 PM IST

কলকাতা, 20 ডিসেম্বর:কলকাতামেডিক্যাল কলেজের বিক্ষোভে (Kolkata Medical College protest) ক্ষতি হচ্ছে পরিষেবার (PIL Filed in Calcutta HC)। এমনই দাবি করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করা হল (PIL Filed in Calcutta HC)। আদালত যাতে এ ব্যাপারে একটি পাকাপাকি গাইডলাইন করে দেয়, সে ব্যাপারে আবেদন জানানো হয়েছে । আপাতত স্বাস্থ্য পরিষেবা সচল রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার জন্যও আবেদন করেছেন মামলাকারী । আগামিকাল এই জনস্বার্থ মামলার শুনানি হতে চলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ।

মঙ্গলবার দায়ের করা এই মামলায় উল্লেখ করা হয়েছে যে, কখনও ডাক্তার, কখনও নার্স আবার কখনও পড়ুয়াদের আন্দোলনের কারণে বাধা পেয়েছে স্বাস্থ্য পরিষেবা । নির্বাচনের দাবি হোক বা হস্টেলের দাবি, নানা সময়ে আওয়াজ উঠেছে মেডিক্যাল কলেজগুলিতে । শহরে চারটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হয়েছে প্রতিবাদের কারণে । এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণের জন্য কোনও গাইডলাইন নেই । এর ফলে ক্ষতি শুধু স্বাস্থ্য পরিষেবায় নয়, পড়াশোনার ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে বলে দাবি করেন মামলাকারী । তাঁর দাবি, হাইকোর্ট এ ব্যাপারে একটি পাকাপাকি গাইডলাইন করে দিক । আপাতত পরিষেবা সচল রাখার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হোক । আগামিকাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে ।

আরও পড়ুন:মেডিক্যালে অচলাবস্থা, কলেজ কাউন্সিলের বৈঠকের মাঝেই বেরিয়ে গেলেন অধ্যক্ষ

উল্লেখ্য, গত কিছুদিন ধরেই মেডিক্যাল কলেজে ছাত্র সংসদের নির্বাচনের বিষয়কে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আন্দোলনের জন্য ডাক্তারি পরিষেবা অত্যন্ত বিঘ্নিত । এর আগে মামলা দায়ের হয়েছিল বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চে । অবিলম্বে মেডিক্যাল পরিষেবা স্বাভাবিক করার জন্য নির্দেশ দেন বিচারপতি । কিন্তু তারপরও রোগীর পরিবারের লোকজন অভিযোগ জানাচ্ছেন যে তাঁরা চিকিৎসা পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন না ৷ তার জেরেই জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷

ABOUT THE AUTHOR

...view details