পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PIL against Guv Decision: রাজ্যের 11 বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে জনস্বার্থ মামলা

রাজ্যের 11টি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেই উপাচার্য নিয়োগ করেছেন ৷ সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এ বার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হল ৷

PIL against Guv Decision
PIL against Guv Decision

By

Published : Jun 5, 2023, 4:35 PM IST

কলকাতা, 5 জুন: রাজ্যপালের সিদ্ধান্তের পালটা জনস্বার্থ মামলা । 11টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করা হল কলকাতা হাইকোর্টে । রাজ্যের সঙ্গে আলোচনা না করেই রাজ্যপাল সিভি আনন্দ বোস বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেছেন মামলাকারী । কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক । মামলায় যুক্ত করা হচ্ছে আচার্য তথা রাজপালকে । রাজ্যকেও মামলায় যুক্ত করা হয়েছে । আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে ।

উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য ও রাজ্যপালের সংঘাত দীর্ঘদিন ধরেই চলছে । রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকর এই নিয়ে রাজ্যের সঙ্গে সরাসরি বিরোধিতায় অবতীর্ণ হয়েছিলেন । হাইকোর্টে এই মর্মে একাধিক জনস্বার্থ মামলাও দায়ের হয় । প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁর কার্যকালের মেয়াদের একেবারে শেষে এক নির্দেশে রাজ্যের 24টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ অবৈধ বলে নির্দেশ দেন । কারণ উপাচার্য নিয়োগে রাজ্যপালের সিদ্ধান্ত চূড়ান্ত । রাজ্যপালের সম্মতি না থাকলে সেই নিয়োগ অবৈধ বলে নির্দেশে জানায় হাইকোর্ট ।

আরও পড়ুন:নিয়ম ভাঙাকে উৎসাহিত করছেন রাজ্যপাল, অভিযোগ প্রাক্তন ও বর্তমান উপাচার্যদের

ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল । তাঁদের পদের মেয়াদ বৃদ্ধি করে রাজ্য সরকার পুনরায় উপাচার্যদের দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়গুলির কাজকর্ম চালাচ্ছিল । রাজ্যে নতুন রাজ্যপাল হিসাবে সিভি আনন্দ বোস নিযুক্ত হওয়ার পর কিছুদিন ধরে বিষয়টি ধামাচাপা পড়ে থাকে । কিন্তু সম্প্রতি রাজ্যপাল ও শিক্ষা দফতরের বিরোধ ফের সামনে আসে ।

রাজ্যপাল কয়েকদিন আগে 11টি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের নাম ঘোষণা করে দেন । এই ব্যাপারে রাজ্যের সঙ্গে তিনি কোনও আলোচনা করেননি বলে অভিযোগ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । গত কয়েকদিন আগে রাজ্যকে কিছু না জানিয়ে রাজভবনে এক বৈঠক করে যাদবপুর, কলকাতা-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তড়িঘড়ি উপাচার্য নিয়োগ করে দেন রাজ্যপাল । উপাচার্য নিয়োগের জল এ বার গড়াল হাইকোর্টে ।

ABOUT THE AUTHOR

...view details