কলকাতা 4 ফেব্রুয়ারি : অষ্টম শ্রেণি থেকে স্কুলে এসে পঠনপাঠনে অনুমতি দিয়েছে রাজ্য সরকার ৷ সেইমতো 3 ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত স্কুলে শুরু হয়েছে পঠনপাঠন ৷ এর পাশাপাশি স্কুলগুলিতে 100 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করেছে সরকার ৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (pil filed in calcutta high court against school reopening) ৷ মামলাকারীর বক্তব্য, 15 বছরের নিচে যাদের বয়স তাদের এখনও টিকাকরণ হয়নি ৷ এই পরিস্থিতিতে একশো শতাংশ উপস্থিতির নির্দেশ নিয়ে প্রশ্ন উঠছে ৷
মামলাকারী হলেন গৌরব পুরকায়স্থ নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের অভিভাবক ৷ তাঁর বক্তব্য, অষ্টম শ্রেণির পড়ুয়াদের মধ্যে বেশিরভাগেরই বয়স 15 বছরের কম ৷ তাঁর ছেলেরও বয়স 15 বছরের নিচে ৷ স্বাভাবিকভাবেই টিকা প্রাপকদের আওতায় তারা নেই ৷ করোনা টিকা ছাড়াই স্কুলে যাওয়াটা অবশ্যই ঝুঁকিপূর্ণ ৷ তাই কেন 100 শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ? সেই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা । প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের এবিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের করার অনুমতি দেন ।