কলকাতা, 20 জুলাই: রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ও তার পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের জেরে গোটা রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে । এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়েছেন মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস ।
দ্রুত শুনানির আর্জি মামলাকারীর: তাঁর দাবি, তৃণমূল নেত্রী ও তাঁর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের জন্য রাজ্যে 355 ধারা জারির মতো পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাঁদের নানা মন্তব্যের প্রভাব পড়ছে বিভিন্ন শ্রেণির মানুষের উপর ৷ যার জেরে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে ৷ এই মামলার বিষয়ে বিচারপতি আইপি মুখোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে । দ্রুত এই মামলার শুনানির আর্জি জানিয়েছেন মামলাকারী ৷ বিচারপতি এই বিষয়টি বিবেচনা করার জন্য আজ বেলা দুটোয় সময় দিয়েছেন ৷ এই মামলাটি আদৌ শোনা হবে কি না, বা শুনানি হলেও কবে হবে তা সবদিক খতিয়ে দেখার পর বিচারপতি সিদ্ধান্ত নেবেন ৷