কলকাতা, 28 অগস্ট: পুজোর মুখে বিতর্ক তৈরি হয়েছে মহম্মদ আলি পার্কের মণ্ডপ নির্মাণ নিয়ে (Muhammad Ali Park)। শনিবার মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে বলেন, "মহম্মদ আলি পার্ক পুজো কমিটি আমাদের থেকে অনুমতি না নিয়ে মণ্ডপ করছিল । মার্কস স্কোয়ারে বিকল্প জলাধার তৈরি হবে । টাকাপয়সার সমস্যার জন্য কাজ দ্রুত করা যাচ্ছে না । নতুন জলাধার তৈরি হলে তারপর পুরনো জায়গা দেখে ইঞ্জিনিয়াররা সিদ্ধান্ত নেবেন কী করা হবে । সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে মহম্মদ আলি পার্কের মণ্ডপ পুরনো জায়গায় ফিরবে কি না ।"
ব্রিটিশ আমলে তৈরি মহম্মদ আলি পার্কের ভুর্গভস্থ জলাধার বিপজ্জনক অবস্থায় রয়েছে । বছর চারেক আগে তার একাংশ ভেঙে পড়ায় সেই তখন থেকেই মাঠে পুজো বন্ধ । বিগত দু'বছর দমকল কেন্দ্রের জায়গায় পুজো মণ্ডপ হয় । গত বছর পার্কের সিঁড়ির কাছে । তবে এবার পুরনো জায়গায় মণ্ডপ নির্মাণ শুরু করেছিল পুজো কমিটি । আর তারপরেই পৌরনিগমের তরফে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল তাদের । নির্দেশ দেওয়া হয় জলাধারের উপর মণ্ডপ নির্মাণ বন্ধের ।