কলকাতা, 7 এপ্রিল : শহরে অভিনব কায়দায় কেপমারির সাক্ষী থাকল শহরবাসী। তাও আবার প্রকাশ্য রাস্তায় নয়। বরং একেবারে ব্যাঙ্কের ভিতরে। তবে পালিয়ে বেশিক্ষণ পুলিশের নাগালের বাইরে থাকতে পারল না অভিযুক্তরা। এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হল 1 লাখ 900 টাকা ও ব্যাঙ্কের একাধিক নথিপত্র।
পুলিশ সূত্রে খবর, শিয়ালদার মুচিপাড়া থানা এলাকার একটি ব্যাঙ্কে টাকা তুলতে যান নাসিম আকতার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ আচমকাই তাঁকে অভিযুক্তরা জামায় ময়লা লেগে থাকার কথা বলে এবং বাথরুমে গিয়ে জামাটি ধুয়ে আসতে বলে। নাসিম আকতার টাকার ব্যাগটি বাথরুমের পাশে রেখে জামাটি ধুতে গেলে, সেইসময় অভিযুক্তরা টাকা সমেত ব্যাগটি তুলে নিয়ে পালায়। এই ঘটনায় মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাসিম। তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় খোওয়া যাওয়া টাকা।