পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: ব্যথা না-কমায় চলবে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি, জানানো হল মেডিক্যাল বুলেটিনে - অসুস্থ মমতা

মঙ্গলবার বাঁ পা ও কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বর্তমানে বাড়িতেই তাঁর চিকিৎসা চলছে ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 28, 2023, 11:08 PM IST

Updated : Jun 29, 2023, 7:13 AM IST

কলকাতা, 28 জুন:অবস্থার উন্নতি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । বুধবার মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে একথাই জানিয়েছে এসএসকেএম কর্তৃপক্ষ। এদিন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের হাল-হাকিকত জানিয়ে যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়েছে হাসপাতালের তরফে তাতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাঁ হাঁটু এবং বাঁ কোমরের জয়েন্টের লিগামেন্টে আঘাত পেয়েছিলেন । এদিন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে । তবে তাঁর এখনও ব্যথা রয়েছে । এই ব্যথার কারণে এখনও সমস্যা অনুভব করছেন মুখ্যমন্ত্রী ।

চিকিৎসকদের তরফ থেকে আরও জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় একজন ফিজিওথেরাপিস্ট-সহ চিকিৎসকদের একটি দল তাঁকে পরীক্ষা করেছেন । এদিন তাঁকে দু'ঘণ্টার ফিজিওথেরাপি সেশন দেওয়া হয়েছে । চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধও খেয়ে যেতে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ তবে আপাতত সীমিত চলাফেরা করার অনুমতি দেওয়া হয়েছে তাঁকে ।

মুখ্যমন্ত্রীর মেডিক্যাল বুলেটিন

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপির সেশন বন্ধ হচ্ছে না এখনই । যেহেতু পা এবং কোমরের জয়েন্টে ব্যথা রয়েছে তাঁর তাই চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছে এখনও আগামী কয়েকদিন তাঁর ফিজিওথেরাপি সেশন চলবে । প্রসঙ্গত মঙ্গলবার জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার ফেরার পথে আবহাওয়া খারাপের কারণে সেবক এর কাছে শালুগাড়ায় ভারতীয় সেনার এয়ারবেসে জরুরি অবতরণ করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারকে । এই জরুরি অবতরণের সময়ই লাফিয়ে নামতে গিয়ে পা এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন: মমতার বিরুদ্ধে বাংলা ভাগের অভিযোগ সেলিমের

উত্তরবঙ্গ থেকে ফিরে তিনি সরাসরি এসএসকেএমে যান গতকাল । সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর এমআরআই, এক্সরে হয় । চিকিৎসকদের তরফ থেকে তাঁকে হাসপাতালে ভর্তি থাকার কথা বলা হলেও মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়ার কথা জানান। সেই মতো তিনি হুইলচেয়ারে করে গতকাল সন্ধ্যায় বাড়ি ফিরে এলেও তাঁর চিকিৎসা চলছে । এসএসকেএমের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণেই রয়েছেন তিনি । আর সেই কারণেই এসএসকেএম হাসপাতালে তরফ থেকে এদিন মুখ্যমন্ত্রীর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হল ।

Last Updated : Jun 29, 2023, 7:13 AM IST

ABOUT THE AUTHOR

...view details