পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাঁশবাগানে LED স্ক্রিনে অমিত শাহ-র সভা, শুরু রাজনৈতিক তরজা - অমিত শাহ

অমিত শাহ-র জনসভা বাঁশ বাগানে LED লাগিয়ে দেখছেন কয়েকজন এমন ছবি সামনে আসে । ভাইরাল হয় সেটি । শুরু হয় রাজনৈতিক তরজা ।

ছবি সৌজন্যে : টুইটার
ছবি সৌজন্যে : টুইটার

By

Published : Jun 11, 2020, 3:47 PM IST

কলকাতা, 11 জুন : বাঁশ ঝাড়ে LED টিভি লাগিয়ে অমিত শাহ-র জনসভায় যোগ । মাটিতে বসেই বক্তৃতা শুনছে কচিকাচারা । পাশে লাগানো BJP-র ঝাণ্ডা । বাঁশ গাছেই বাঁধা সেটটপ বক্স । আজ এক BJP নেতার টুইটার হ্যান্ডেল থেকে ছবিটি ভাইরাল হয় । মুহূর্তের মধ্যেই ছবিটি নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা । BJP ওই নেতা দাবি করেন, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামেও অমিত শাহ-র সভা শুনছে সবাই । গত পাঁচ বছরে এটাই BJP-র কাজের ফল । কিন্তু বিষয়টিকে একেবারেই ভালোভাবে নেয় না বিরোধীরা । রাজ্যের শাসক দল থেকে শুরু করে AAP, কংগ্রেস প্রত্যেকেই এর সমালোচনা করে । সমালোচনার ঝড় ওঠে সোশাল মিডিয়ায়ও ।

রাজ্যে দশ হাজার ছুঁই ছুঁই কোরোনা আক্রান্তের সংখ্যা । তারমধ্যেই আমফানে তছনছ পাঁচ থেকে ছ'টি জেলা । ক্ষতিগ্রস্ত কয়েক হাজার মানুষ । ছাদ নেই বেশিরভাগেরই । এই পরিস্থিতিতেও 21-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার শুরু করেছে BJP । সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভার্চুয়াল ব়্যালিতে মানুষকে বার্তা দিচ্ছেন অমিত শাহ । এরজন্য রাজ্যে অন্তত 70 হাজার ফ্ল্যাট স্ক্রিন টিভি ও 15 হাজার LED টিভি লাগানো হয় ।

অমিত শাহ-র জনসভা বাঁশ বাগানে LED লাগিয়ে দেখছেন কয়েকজন এমন ছবি সামনে আসে । ব্যাস । ভাইরাল হয় সেটি । শুরু হয় রাজনৈতিক তরজা । ছবিটিকে উল্লেখ করে উত্তরপ্রদেশ কংগ্রেসের নেতা রাকেশ সাচান বলেন, "BJP গরিব ও পরিযায়ীদের ফেরাতে 7500 টাকা দিতে পারল না । কিন্তু নির্বাচনী প্রচারের জন্য এসব করতে পারছে ।"

বিষয়টিকে ভালোভাবে নেননি রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা । ছবিটিকে উল্লেখ করে, BJP-কে কটাক্ষ করে তিনি লেখেন, "কোরোনার জেরে এমন অনেকেরই আয় নেই । তাঁরা কাজ খোঁজার চেষ্টা করছেন । নিজেদের প্রাথমিক চাহিদাটুকু পূরণের জন্য লড়তে হচ্ছে সকলকে । এই সমস্ত গরিব মানুষজনের প্রাথমিক চাহিদা ও প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে এই কোরোনা পরিস্থিতিতে BJP LED স্ক্রিন সরবরাহ করছে ।"

ছবিটি নিয়ে মাঠে নেমে পড়ে AAP-ও । এক ধাপ এগিয়ে AAP টুইটারে ছবিটির ক্যাপশন কন্টেস্ট শুরু করে । স্লোগান তোলে 'ভেন্টিলেটরের বদলে LED, দেশ সত্যিই পরিবর্তন হচ্ছে' ।

রাজনীতিকদের পাশাপাশি ছবিটি নিয়ে সমালোচনা শুরু হয় সোশাল মিডিয়ায় । অনেকেই দাবি করেন, খাবার জোগানোর বদলে BJP টিভি তুলে দিচ্ছে । অনেকেই আবার বলেন, আমফানের জেরে যাঁদের ছাদ নেই তাঁদের মাথা গোঁজার ঠাঁইটুকু না দিয়ে টিভি ? অনেকেই আবার পরিযায়ীদের ফেরানোর বিষয়টি উল্লেখ করে লেখেন, বিহারে পরিযায়ীরা এখনও ঘরে পৌঁছাতে পারলেন না, এদিকে BJP LED স্ক্রিন পৌঁছে দিল ।

ABOUT THE AUTHOR

...view details