কলকাতা, 16 জুন: সীমান্ত এলাকায় ফেনসিডিল পাচারের চেষ্টা অব্যাহত ৷ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে ৷ ফের একবার বাংলাদেশে নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা রুখে দিয়েছে BSF ৷ তিনটি পৃথক ঘটনায় প্রচুর ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে তারা ৷ সবমিলিয়ে উদ্ধার হওয়া সামগ্রীর বাজার দর সাড়ে তিন লাখেরও বেশি ৷ 1 জনকে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী ।
BSF-এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার সূত্রে খবর, সোমবার রাত দেড়টা নাগাদ কৃষ্ণনগর সেক্টরের বাঁশঘাটা বর্ডার আউট পোস্টের কাছে এক সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পায় 107 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা ৷ ওই ব্যক্তি কাঁটাতার টপকে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিল । BSF তাদের ধরার চেষ্টা করলেও অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় স্মাগলাররা । তবে পালিয়ে যাওয়ার আগে ফেলে যায় 200 বোতল ফেনসিডিল এবং 10 কেজি গাঁজা ।