কলকাতা, 12 নভেম্বর : শীঘ্রই চার মাসের বকেয়া বেতন পেয়ে যাবেন আন্দোলনরত স্নাতকোত্তর স্তরের ডাক্তারি পড়ুয়ারা । কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে বুধবার অবস্থান-বিক্ষোভ ও কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ (AIIH&PH), কলকাতার স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়ারা । 2 নভেম্বর থেকে তাঁরা এই আন্দোলন শুরু করেছিলেন । তাঁদের এই আন্দোলনের জেরেই 9 দিনের মাথায় AIIH&PH কর্তৃপক্ষের এই আশ্বাস পাওয়া গেছে বলে তাঁদের দাবি ৷
কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার AIIH&PH-এর চিকিৎসকদের - আন্দোলন প্রত্যাহার চিকিৎসকদের
AIIH&PH কলকাতার স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ডাক্তারি পড়ুয়াদের তরফে জানানো হয়েছে, কর্তৃপক্ষের আশ্বাস অনুযায়ী তাঁরা যদি বেতন না পান, তাহলে আবার তাঁরা আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন ।
কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান AIIH&PH কলকাতার আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া এই চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, বাধ্য হয়ে গত 2 নভেম্বর থেকে কর্মবিরতির পাশাপাশি তাঁরা অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন । কারণ, স্নাতকোত্তর স্তরে তাঁদের কোর্স শুরু হয়েছে গত 1 জুলাই থেকে । স্নাতকোত্তর স্তরে তিনটি বিষয়ের উপর কলকাতার এই AIIH&PH-এ MD করানো হয় । এর মধ্যে কমিউনিটি মেডিসিন ও এপিডেমিওলজি-র উপর এখানে এই MD কোর্সের মোট পড়ুয়ার সংখ্যা 23 । এই 23 জনের মধ্যে 4 জন এ রাজ্যের সরকারি চিকিৎসক । ফলে, তাঁরা রাজ্য সরকারের কাছ থেকে বেতন পাচ্ছেন । তবে, বাকি 19 জনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের তরফে বেতন দেওয়ার কথা । অথচ, এই 19 জন MD কোর্স শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত তাঁদের প্রাপ্য বেতন পাননি । বেতনের এই বিষয়টি নিয়ে দুই মাসের-ও বেশি সময় ধরে এখানকার কর্তৃপক্ষের সঙ্গে তাঁরা কথা বলেছেন । তবে, কর্তৃপক্ষের তরফে তেমন কোনও আশ্বাস না পাওয়ার জন্য শেষ পর্যন্ত বাধ্য হয়ে কর্মবিরতির পাশাপাশি তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন । AIIH&PH কলকাতার ওই চিকিৎসকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল চিকিৎসকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম (WBDF)-এর পাশাপাশি সরকারি ও বেসরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত যৌথমঞ্চ, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল ।
মেডিকেল কলেজ কলকাতা রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনও (MCKRDA) এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল । অন্যদিকে, এই আন্দোলনরতদের তরফে জানানো হয়েছিল, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে । এই আন্দোলনকে আরও জোরদার করে তোলার লক্ষ্যে লাগাতার অনশন কর্মসূচি গ্রহণের কথা এই আন্দোলনরতরা ভেবেছিলেন বলেও জানা গেছে । এই ধরনের পরিস্থিতির মধ্যে বুধবার AIIH&PH কলকাতার কর্তৃপক্ষের তরফে আন্দোলনরতদের আশ্বাস দেওয়া হয়, শীঘ্রই তাঁরা বকেয়া বেতন পেয়ে যাবেন । এরপরই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন AIIH&PH কলকাতার ওই চিকিৎসকরা । তাঁদের তরফে জানানো হয়েছে, কর্তৃপক্ষের এই আশ্বাস অনুযায়ী তাঁরা যদি বেতন না পান, তাহলে আবার তাঁরা আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন ।