কলকাতা, 22 এপ্রিল : রাজ্য সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্ট খাতে সুদ দেওয়া হবে 7.1 শতাংশ । এই মর্মে আজ বিজ্ঞপ্তি জারি করল নবান্নের অর্থ দপ্তর । বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে 1 এপ্রিল 2020 থেকে 30 জুন 2020 পর্যন্ত এই তিন মাস সরকারের অধীনস্থ সমস্ত প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হবে 7.1 শতাংশ সুদ ।
রাজ্য সরকারি কর্মচারীদের PF-র সুদ 7.1 শতাংশ, বিজ্ঞপ্তি নবান্নে - Lockdown situation
1 এপ্রিল 2020 থেকে 30 জুন 2020 পর্যন্ত এই তিন মাস যাবৎ সরকারের অধীনস্থ সমস্ত প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে দেওয়া হবে 7.1 শতাংশ সুদ । আজ বিজ্ঞপ্তি জারি করে এমনই ঘোষণা করা হয় নবান্নের তরফে ৷
কোরোনা পরিস্থিতিতে ইতিমধ্যেই ব্যাঙ্ক-সহ অন্যান্য ক্ষেত্রগুলিতে কমেছে সুদের হার । এবারে রাজ্য সরকারি কর্মচারীদের জেনেরাল প্রভিডেন্ট ফান্ডের সুদের হার 7.1 শতাংশ করল রাজ্যের অর্থ দপ্তর ৷ আজ নবান্নে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল, জেনেরাল প্রভিডেন্ট ফান্ড, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের প্রভিডেন্ট ফান্ডে তিন মাস যাবত 7.1 শতাংশ হারে সুদ দেওয়া হবে ।
উল্লেখ্য, কোরোনা সংক্রমণে বিপর্যস্ত দেশ তথা রাজ্য । তাই তিন মাস পর রাজ্যের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা । সে কারণে এই তিন মাস সময়ের জন্য রাজ্য সরকারি কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের সুদের হার ঘোষণা করল রাজ্য । এ প্রসঙ্গে, কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ়ের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, "লকডাউন পরিস্থিতি চলার কারণে সবক্ষেত্রেই সুদের হার কমছে । সেই মতো তিন মাসের জন্য রাজ্য সরকারও প্রভিডেন্ট ফান্ডে যৎসামান্য সুদের হার কমালে অসুবিধার কিছু হবে না ।"