পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Petrol Pump Strike : রাজ্য জুড়ে আগামী 24 ঘণ্টা বন্ধ থাকবে প্রায় আড়াই হাজার পেট্রল পাম্প

মঙ্গলবার সকাল ছটা থেকে শুরু হবে ধর্মঘট ৷ চলবে রাত বারোটা পর্যন্ত ৷ ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।

petroleum
petroleum

By

Published : Aug 30, 2021, 9:47 PM IST

Updated : Aug 30, 2021, 10:00 PM IST

কলকাতা, 30 অগস্ট : আগামী 24 ঘণ্টা বন্ধ থাকবে রাজ্যের অধিকাংশ পেট্রল পাম্প ৷ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও তেলে প্রচুর পরিমাণে ইথাইল মেশানোর প্রতিবাদে রাজ্যের পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশন আগামী 24 ঘন্টা পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে । যে কারণে আগামিকাল রাজ্যের বেশিরভাগ পেট্রল পাম্প বন্ধ থাকবে । ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।

মঙ্গলবার সকাল ছটা থেকে শুরু হবে ধর্মঘট ৷ চলবে রাত বারোটা পর্যন্ত ৷ ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম, অভিযোগের তীর মূলত এই দুই সংস্থার বিরুদ্ধে । সংগঠনের বক্তব্য, তেলে ইথাইল মেশাবার ফলে তেলের গুণমান নষ্ট হয়ে যায় । এর ফলে আর্থিক লোকসান হচ্ছে তাদের । বিশেষ করে বর্ষার সময় ট্যাংকে বৃষ্টির গুণমান আরও খারাপ করে দেয় । তাদের দাবি, বারবার বলা সত্ত্বেও তেল কম্পানিগুলি কোনও ব্যবস্থা নেয়নি । এতে আর্থিক লোকসান তো বটেই, এর ফলে গ্রাহকদের কাছে সুনাম নষ্ট হচ্ছে ৷ পেট্রল, ডিজ়েলের গুণমান নিয়ে গ্রাহকরা বারেবারে অভিযোগ করছেন ৷তাই আর কোনও উপায় না দেখে একদিনের ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পাশাপাশি পেট্রল, ডিজ়েলের মূল্যবৃদ্ধি তো রয়েছেই ৷

আরও পড়ুন : Tripura TMC : ত্রিপুরাকে ‘আতঙ্কের উপত্যকা’ বলে কটাক্ষ ব্রাত্যর

তবে অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে বলে ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে ৷

Last Updated : Aug 30, 2021, 10:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details