পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

31 অগস্ট রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘট - পেট্রল পাম্প ধর্মঘট

সম্প্রতি হাওড়ার মৌড়িগ্রামে অয়েল ট্যাঙ্কার সংগঠনগুলি ইন্ডিয়ান অয়েলের রেটের বিরোধিতা করে তিন দিনের ধর্মঘট ডেকেছিল। তবে সংস্থার পক্ষ থেকে আশ্বাস মেলায় তিন দিনের মাথায় উঠে যায় ধর্মঘট।

petrol-pump-strike-on-31st-august-in-west-bengal
31 অগস্ট রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘট

By

Published : Aug 14, 2021, 11:10 PM IST

কলকাতা, 14 অগস্ট : আগামী 31 অগস্ট রাজ্যজুড়ে পেট্রল পাম্প ধর্মঘটের ডাক দেওয়া হল । ওয়েস্টবেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ।

অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি তুষার সেন বলেন, "প্রতিদিন বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। কিন্তু বাড়ানো হচ্ছে না কমিশন। এছাড়াও আরও বেশ কয়েক দফা দাবি জানিয়ে সংগঠনের পক্ষ থেকে পেট্রোলিয়াম মন্ত্রককে চিঠি পাঠানো হবে।"

প্রসঙ্গত, সম্প্রতি হাওড়ার মৌড়িগ্রামে অয়েল ট্যাঙ্কার সংগঠনগুলি ইন্ডিয়ান অয়েলের রেটের বিরোধিতা করে তিন দিনের ধর্মঘট ডাকে। তবে সংস্থার পক্ষ থেকে আশ্বাস মেলায় তিন দিনের মাথায় উঠে যায় ধর্মঘট।

ABOUT THE AUTHOR

...view details