কলকাতা, 22 ফেব্রুয়ারি: বাল্মীকি থেকে ফের রত্নাকর হয়ে যাবে না তো স্কুল সার্ভিস কমিশন (School Service Commission) ! নবম-দশম নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) সংক্রান্ত মামলায় এই প্রশ্নই উঠল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ আদালতে চাকরি প্রার্থীদের তরফেই এই প্রশ্ন তোলা হয়েছে ৷
নবম-দশম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu) নির্দেশ মতো প্রায় 800 জন প্রার্থীকে চাকরি থেকে বাদ দিয়ে কয়েকদিন আগে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন । এদিন সিঙ্গেল বেঞ্চে সেই মামলার শুনানিতে 952 জন শিক্ষকের তরফের আইনজীবীরা বলেন, "দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছিলেন, কিন্তু বাল্মীকি যদি ফের রত্নাকর হয় তাহলে ?"
কিন্তু বিচারপতির সটান জবাব, "একবার যে রত্নাকর থেকে বাল্মীকি হবে, সে আর রত্নাকরের রূপে ফেরত যাবে না ।" বিচারপতি বিশ্বজিৎ বসু আরও বলেন, ‘‘কমিশন তার পরিজনদের ত্যাগ করেছে, তারা এখন সিবিআই-ইডির হেফাজতে রয়েছে ।’’ এর পর বিচারপতি স্কুল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে বলেন, "আপনি এখন বাল্মীকি, নিজেকে শুদ্ধ করার জন্য যেভাবে কাজ করার দরকার সেটা করুন ।"