পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা কলকাতা হাইকোর্টে - TET 2017 notification

2020 সাল পর্যন্ত যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি জানিয়েছেন মামলাকারীরা ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Jan 14, 2021, 8:14 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : টেট 2017 সালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা । মামলার বয়ান অনুযায়ী, 2017 সালের বিজ্ঞপ্তি হয়েছিল মে মাসের 12 তারিখে । কিন্তু সেই পরীক্ষা নেওয়া হয়নি । কয়েকদিন আগে 2017 সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি 2017 সালের পরে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে ।যেহেতু 2017 সালের পরীক্ষা এখন নেওয়া হচ্ছে তাই তারাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পায় সেই নির্দেশ দিক হাইকোর্ট । এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমানা চৌধুরি-সহ একাধিক চাকরিপ্রার্থী । আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : 8 জানুয়ারি পর্যন্ত অফলাইনে আবেদন করতে পারবেন টেট প্রার্থীরা, নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের তরফে আইনজীবী আলী আহসান আলমগীর জানালেন, "মামলাকারীরা 2017 সালে যেহেতু তাঁদের ট্রেনিং ছিল না তাই আবেদন করতে পারেননি । এখন তারা প্রশিক্ষণপ্রাপ্ত । এনসিটির গাইডলাইন অনুযায়ী বছরে একবার টেট পরীক্ষা নেওয়ার কথা । কিন্তু দীর্ঘ কয়েক বছর পরীক্ষাই নেওয়া হয়নি । তাহলে এখন এই সমস্ত প্রার্থীদের ট্রেনিং থাকার পরেও কেন পরীক্ষায় বসতে পারবেন না তাঁরা ? টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয় । এটা প্রাথমিক পর্বে একজন প্রার্থীর যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা । সেই জন্য আমরা 2017 সালের বিজ্ঞপ্তিকে সংশোধন করে যাতে 2020 সাল পর্যন্ত যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই আর্জি জানিয়েছি আদালতের কাছে ।"

ABOUT THE AUTHOR

...view details