কলকাতা, 16 নভেম্বর: গ্রুপ-ডি, গ্রুপ-সি-সহ রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলির 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে ৷ কলকাতা হাইকোর্টকে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এর জন্য হাইকোর্টকে নতুন ডিভিশন বেঞ্চ গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে ৷ পাশাপাশি সিবিআইকে এই তদন্তগুলি শেষ করতে দু'মাস সময় দেওয়া হয়েছে ৷ সেই ব্যাপারে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী অনিন্দ্য লাহিড়ী ৷ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম দ্রুত বেঞ্চ গঠনের আশ্বাস দিয়েছেন ৷
গত 10 নভেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা এম ত্রিবেদীর ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টকেই আগামী 6 মাসের মধ্যে নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে ৷ এর সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন আগামী দু'মাসের মধ্যে সব মামলার তদন্ত শেষ করে ৷
দ্রুত মামলাগুলির নিষ্পত্তি করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমকে একটি নতুন ডিভিশন বেঞ্চ গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্য স্বস্তির বিষয় এখনই কাউকে চাকরি খোয়াতে হচ্ছে না ৷ এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাগুলির নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত কাউকে চাকরি থেকে বিতাড়িত করা যাবে না ৷