কলকাতা 29 এপ্রিল: বেশ কয়েকবছর ধরেই ব্যক্তিগত জীবন আইনী জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে । ফের নতুন করে বিপাকে পড়লেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷ বাঙালি ভাবাবেগে আঘাত করার অভিযোগে 'গ্যাংস অফ ওয়াসিপুর' খ্যাত অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে ৷ আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় এই মামলাটি দায়ের করেছেন ৷
অনেকদিন ধরেই বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ এসেছে খবরের শিরোনামে । তাঁদের দাম্পত্য কলহের জল গড়িয়েছে আদালতেও। গার্হস্থ্য হিংসা থেকে প্রতারণা- একাধিক অভিযোগ উঠেছে বলিউড অভিনেতা নওয়াজের বিরুদ্ধে ৷ স্ত্রী আলিয়া নওয়াজ়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের জন্য আদালতে আর্জিও জানিয়েছেন। তবে এতদিন ঘরে চাপে থাকার পাশাপাশি বাইরেও চাপ বাড়ল বিহারীবাবুর ৷ সম্প্রতি একটি পানীয় সংস্থায় বিজ্ঞাপনের মুখ হয়েছিলেন নওয়াজ ৷ সেই পানীয়র বাংলা বিজ্ঞাপনের একটি সংলাপ নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷
আরও পড়ুন: তাঁকে শিখণ্ডি করে 'সেটেলমেন্ট' করছে তৃণমূল! বিস্ফোরক দেবের ভাই
ভাইরাল হওয়া বিজ্ঞাপনটিতে দেখা গিয়েছে, গরমে শরীর ঠান্ডা রাখতে হলে এই পানীয় দরকার ৷ কিন্তু তারপরেই বাংলা প্রবাদ বাক্য শোনা যায় নওয়াজের মুখে ৷ বিজ্ঞাপনে নাওয়াজউদ্দিন সিদ্দিকীকে মজা করে বলতে শোনা গিয়েছে, "সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটেই ঘুমিয়ে পড়ে।" যার অর্থ "বাঙালি সহজে কিছু না পেলে হাল ছেড়ে দেয় ৷ অথচ বাংলায় আসল প্রবাদ বাক্যটি হল, "সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতেই হয়।" বিজ্ঞাপনের এই প্রবাদ বাক্য নিয়েই মামলা করেছেন আইনজীবী দিব্যায়ন বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানিয়েছেন, ঠাণ্ডা পানীয়র বিজ্ঞাপনে অভিনেতা বাঙালিদের নিয়ে একটি অবমাননাকর মন্তব্য করেছেন ৷ যার হিন্দি ভার্সান নিয়ে কোনও আপত্তি না-থাকলেও বাংলা বক্তব্য নিয়ে আপত্তি উঠেছে।
ইতিমধ্যে বিজ্ঞাপনটি টিভি এবং সমাজমাধ্যম থেকে সরিয়ে নিয়েছে সেই পানীয় কোম্পানি। ক্ষমা চেয়ে পোস্টও করা হয়েছে সংস্থার তরফ থেকে। সেখানে বলা হয়েছে, "সাম্প্রতিক স্প্রাইট-এর একটা বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য আমরা তীব্র অনুশোচনা অনুভব করছি। আমাদের অনিচ্ছাকৃত এই ভুলটা আমরা বাংলা প্রচার মাধ্যম থেকে অবিলম্বে প্রত্যাহার করছি। আমাদের কোম্পানি বাংলা ভাষাকে যথাযথ সম্মান প্রদান করে এবং কোক স্টুডিও বাংলা " র মত প্ল্যাটফর্ম এর প্রতি গর্ববোধ পোষণ করে, যারা আমাদের বাংলার প্রতি সম্মান ও প্রতিপত্তিকে যথেষ্ট গুরুত্ব দেয়। আমারা পশ্চিমবঙ্গবাসীর সম্মান ও ঐতিহ্য রক্ষার প্রতি দায়বদ্ধ। যদিও এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ৷