পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Online Registration of Pets: কেরলের ধাঁচে কলকাতাতেও এবার অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রিয় পোষ্যের - কলকাতা পৌরনিগম

কেরলের ধাঁচে কলকাতাতেও (KMC) এ বার অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রিয় পোষ্যের (Online Registration of Pets)৷ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পশুপ্রেমীরা (Pet can be registered online in Kolkata)৷

pet-can-be-registered-online-in-kolkata-like-kerala
কেরলের ধাঁচে কলকাতাতেও এবার অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রিয় পোষ্যর

By

Published : Dec 13, 2022, 5:09 PM IST

কলকাতাতেও এবার অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রিয় পোষ্যর

কলকাতা, 13 ডিসেম্বর:মহানগরের গৃহপালিত সারমেয়দের রেজিস্ট্রেশন হবে এ বার ঘরে বসেই, অনলাইনের মাধ্যমে । ইতিমধ্যে দেশে এই পরিষেবা চালু হয়েছে কেরলে । এ বার সেই পথেই হাঁটতে চলেছে কলকাতা পৌরনিগম (KMC)। দেরি হলেও যা নিঃসন্দেহে সারমেয়প্রেমীদের জন্য সুখবর বলা চলে (Online Registration of Pets)।

সম্প্রতি কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এখন থেকে বাড়িতে বসেই অনলাইনে (Pet can be registered online in Kolkata) নিজের ঘরের পোষ্যর রেজিস্ট্রেশন করা যাবে । যদি ঘরে ল্যাপটপ বা কম্পিউটার নাও থাকে, তাতেও সমস্যা নেই ৷ মুঠোফোনেও মিলবে সেই পরিষেবা । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, শহরে গৃহপালিত কুকুরের সংখ্যা প্রায় 40 হাজার । কিন্তু নিয়ম মেনে রেজিস্ট্রেশন করা আছে মেরে কেটে 450-500-র । পৌর আইন অনুসারে, গৃহপালিত কুকুরের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক । না হলে সেই কুকুরকে বাজেয়াপ্ত করতে পারে প্রশাসন । কলকাতা পৌরনিগমের ট্রেড লাইসেন্স বিভাগের বরো অফিসে গিয়ে আবেদন পত্র নিতে হয় । সেখানে মালিকের নাম, তথ্য, কুকুরের নাম, ছবি, অ্যান্টি ব়্যাবিস ভ্যাকসিন দেওয়ার নথি ও পশু চিকিৎসকের স্বাক্ষর দিয়ে আবেদন পত্র পূরণ করতে হয় । প্রতি বছর পুনর্নবীকরণ করতে 150 টাকা লাগে । তবে বরো অফিসগুলিতে বেশিরভাগ সময় এই পরিষেবা মেলে না বলেই অভিযোগ । তাই কেউ আর ছুটোছুটি করেন না । কর্তৃপক্ষের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে ।

অধিকাংশ ক্ষেত্রে কুকুর নিয়ে সমস্যা হলে আদালত পর্যন্ত গড়ায় । সেক্ষেত্রে কুকুরের রেজিস্ট্রেশন না থাকলে কুকুর বাজেয়াপ্ত হতে পারে । কিন্তু সারমেয়দের রাখার তেমন পর্যাপ্ত পরিকাঠামো নেই বলে অনেক ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয় । রেজিস্ট্রেশন থাকলে যেমন প্রিয় সারমেয়কে তুলে নিয়ে যাওয়ার ভয় কম থাকে, তেমন আইনি ভাবে সঠিক থাকা যায় । নিয়ম মাফিক রিনিউ করলে টিকাকরণ করানো হয় । তাতে রোগের ঝক্কি কমে । অন্য দিকে কলকাতা পৌর নিগমের আয় বাড়ে ।

পৌর আইন অনুসারে রেজিস্ট্রেশন করার নিয়ম থাকলেও দৌড় ঝাঁপ করে বেশিরভাগই তা করে না । ইতিমধ্যেই কেরলে এই সংক্রান্ত অনলাইন পরিষেবা চালু হয়েছে । এ বার সেই পথেই হাঁটছে কলকাতা পৌরনিগম । আধিকারিকদের আশা, এটি অনলাইন হওয়ার ফলে রেভিনিউ বাড়বে । বহু মালিক তাঁর প্রিয় কুকুরের রেজিস্ট্রেশন করবে ।

আরও পড়ুন:লাল ফিতের সুতোয় বাঁধা ভাগ্য, চরম দুর্দশায় বাসন্তী কলোনি বস্তির বাসিন্দারা

এ প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম বলেন, এ বার থেকে অনলাইনে ঘরে বসেই বাড়ির পোষ্য রেজিস্ট্রেশন করা যাবে । শুধুমাত্র পোষ্যটির মালিকের পরিচিতি পত্র এবং পোষ্যের টিকা দেওয়া আছে কি না তার তথ্য আপলোড করতে হবে । এই দুটি তথ্য দিলেই অনলাইনে ঘরে বসেই মোবাইল থেকে বা কম্পিউটার থেকে কলকাতা পৌরনিগমের ওই সাইটে পোষ্যের নাম নথিভুক্ত করানো যাবে । বছরে প্রায় 84 হাজার পথকুকুরকে টিকাকরণ করানো হয় কলকাতায় 40 হাজারেরও বেশি কুকুরের স্টেরিলাইজেশন করানো হয় ৷

পোষ্যদের নিয়ে কলকাতা পৌরনিগমের এই মনোভাবকে স্বাগত জানিয়েছে বিভিন্ন পশুপ্রেমী সংগঠন । তাদের অনেকেই বলছে, আরও আগে এই সিদ্ধান্ত নিলে ভালো হত । শহরের সারমেপ্রেমীদের কথায়, "ইতিমধ্যে পথ কুকুরদের নিয়ে কলকাতা পৌরনিগম নির্বীজকরণ ও টিকাকরণ সুষ্ঠুভাবে করছে । বাড়ির সারমেয়দের জন্য এই উদ্যোগকে সাধুবাদ জানাই ।" পশুপ্রেমী অভিনেতা তথাগত মুখোপাধ্যায় বলেছেন, "এটা খুবই ভালো উদ্যোগ ৷ এখন এই নিয়ম থাকলেও প্রায় কেউই পৌরনিগমে গিয়ে পোষ্যদের নথিভুক্ত করান না ৷ অনলাইন হলে এতদিন যে নিয়মটা ছিল, সেটা বাস্তবায়িত হবে ৷ ফলে এটা দারুণ উদ্যোগ ৷"

ABOUT THE AUTHOR

...view details