কলকাতা, 13 ডিসেম্বর:মহানগরের গৃহপালিত সারমেয়দের রেজিস্ট্রেশন হবে এ বার ঘরে বসেই, অনলাইনের মাধ্যমে । ইতিমধ্যে দেশে এই পরিষেবা চালু হয়েছে কেরলে । এ বার সেই পথেই হাঁটতে চলেছে কলকাতা পৌরনিগম (KMC)। দেরি হলেও যা নিঃসন্দেহে সারমেয়প্রেমীদের জন্য সুখবর বলা চলে (Online Registration of Pets)।
সম্প্রতি কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এখন থেকে বাড়িতে বসেই অনলাইনে (Pet can be registered online in Kolkata) নিজের ঘরের পোষ্যর রেজিস্ট্রেশন করা যাবে । যদি ঘরে ল্যাপটপ বা কম্পিউটার নাও থাকে, তাতেও সমস্যা নেই ৷ মুঠোফোনেও মিলবে সেই পরিষেবা । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, শহরে গৃহপালিত কুকুরের সংখ্যা প্রায় 40 হাজার । কিন্তু নিয়ম মেনে রেজিস্ট্রেশন করা আছে মেরে কেটে 450-500-র । পৌর আইন অনুসারে, গৃহপালিত কুকুরের রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক । না হলে সেই কুকুরকে বাজেয়াপ্ত করতে পারে প্রশাসন । কলকাতা পৌরনিগমের ট্রেড লাইসেন্স বিভাগের বরো অফিসে গিয়ে আবেদন পত্র নিতে হয় । সেখানে মালিকের নাম, তথ্য, কুকুরের নাম, ছবি, অ্যান্টি ব়্যাবিস ভ্যাকসিন দেওয়ার নথি ও পশু চিকিৎসকের স্বাক্ষর দিয়ে আবেদন পত্র পূরণ করতে হয় । প্রতি বছর পুনর্নবীকরণ করতে 150 টাকা লাগে । তবে বরো অফিসগুলিতে বেশিরভাগ সময় এই পরিষেবা মেলে না বলেই অভিযোগ । তাই কেউ আর ছুটোছুটি করেন না । কর্তৃপক্ষের নজরদারির যথেষ্ট অভাব রয়েছে ।
অধিকাংশ ক্ষেত্রে কুকুর নিয়ে সমস্যা হলে আদালত পর্যন্ত গড়ায় । সেক্ষেত্রে কুকুরের রেজিস্ট্রেশন না থাকলে কুকুর বাজেয়াপ্ত হতে পারে । কিন্তু সারমেয়দের রাখার তেমন পর্যাপ্ত পরিকাঠামো নেই বলে অনেক ক্ষেত্রে ছেড়ে দেওয়া হয় । রেজিস্ট্রেশন থাকলে যেমন প্রিয় সারমেয়কে তুলে নিয়ে যাওয়ার ভয় কম থাকে, তেমন আইনি ভাবে সঠিক থাকা যায় । নিয়ম মাফিক রিনিউ করলে টিকাকরণ করানো হয় । তাতে রোগের ঝক্কি কমে । অন্য দিকে কলকাতা পৌর নিগমের আয় বাড়ে ।