কলকাতা, 31 জুলাই : এবার থেকে 40 ঊর্ধ্ব ব্যক্তিদের রাখা হবে না তৃণমূল জেলা কমিটিতে ৷ গতকাল নবনির্বাচিত জেলা যুব সভাপতিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে এই বার্তাই দিলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ ভিডিয়ো কনফারেন্সে তিনি বলেন, "যুব তৃণমূল নেতা-কর্মীদের বয়স হতে হবে 40 এর মধ্যে । এবার থেকে 40 ঊর্ধ্ব ব্যক্তিকে রাখা হবে না জেলা কমিটিতে ।" এছাড়াও তিনি নির্দেশ দেন, আগামী 10 অগাস্টের মধ্যে জেলা যুব সংগঠনের সমস্ত পদ পূর্ণ করে নতুন কমিটি গড়ে তুলতে হবে ।
যুব তৃণমূল জেলা কমিটিতে ঠাঁই হবে না 40 বছরের ঊর্ধ্বদের - Abhishek Banerjee
যুব তৃণমূল নেতা-কর্মীদের বয়স হতে হবে 40-এর মধ্যে । নির্দেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৷
কিছুদিন আগেই দলের সর্বস্তরে রদবদল ঘটিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতির পদে একাধিক নতুন মুখ তুলে নিয়ে এসে চমক দিয়েছিলেন তিনি । আজ নবনির্বাচিত সব জেলা সভাপতিদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করলেন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁদের বলেন, "অল্প বয়সিদের কথা মাথায় রেখে 40 বছরের ঊর্ধ্বে জেলা যুব সভাপতির পদে রাখা হবে না । এমনকী "যুবশক্তি" নামে যে কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানেও 40 বছর বয়সের সময়সীমা রাখা হচ্ছে । টাউন গ্রামীণ সহ জেলা কমিটির সমস্ত পদ নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ করতে হবে ।" এছাড়াও অভিষেক বলেন, "এবার থেকে থাকবে না আর কোনও কার্যকরী সভাপতির পদ ।" প্রসঙ্গত, আজ যুব বৈঠকের পর, আগামীকাল তৃণমূল কংগ্রেসের নতুন দায়িত্ব প্রাপ্তদের নিয়ে বৈঠক করবেন শীর্ষ নেতৃত্ব । সেই বৈঠক থেকে দলের সর্বস্তরের নেতৃত্বকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কী বার্তা দেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ।