কলকাতা, 30 এপ্রিল : ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হয়নি । চতুর্থ দফার ভোটের পর এই অভিযোগ তোলে সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি । কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে সরব হয় BJP । কেন্দ্রীয় বাহিনীর যথাযথ ব্যবহার নিয়ে নানান অভিযোগ তোলেন BJP-র নেতা ও প্রার্থীরা । তবে BJP-র সেই অভিযোগ উড়িয়ে দিলেন বিবেক দুবে । বলেন, "সব নিখুঁত হতে পারে না।"
সব নিখুঁত হতে পারে না, BJP-র অভিযোগ প্রসঙ্গে বিবেক দুবে - election commision
কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে BJP-র অভিযোগ উড়িয়ে দিলেন বিবেক দুবে ।
কিছুক্ষণ আগে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদাররা রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে অভিযোগ জানান। কথা বলেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবের সঙ্গে । মুকুল রায় বলেন, "ভোটের প্রথম দেড়-দু'ঘণ্টা নিষ্ক্রিয় ছিল কেন্দ্রীয় বাহিনী ।" এই বিষয়ে বিবেক দুবে বলেন, "একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় । প্রথমে সিঙ্গল পোলিং বুথ পরে দুটি বুথ, তিনটি বুথ এভাবে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয় । তবে সবকিছু নিখুঁত হতে পারে না । কীভাবে পরবর্তী দফার নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় তার জন্য সবরকম চেষ্টা করা হচ্ছে ।"
গতকালই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বাবুল সুপ্রিয় । তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় আমি হতাশ । কেন্দ্রীয় বাহিনী তাদের কাজ ঠিকভাবে করেননি ।" আজ একথা বললেন আসানসোলের BJP প্রার্থী বাবুল সুপ্রিয় । তিনি বলেন, "গণতন্ত্রকে বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নজরকাড়া ছিল না । যা আশা করেছিলাম কেন্দ্রীয় বাহিনী তার থেকে খারাপ কাজ করেছে ।"