কলকাতা, 21 মে : এখনই গরম থেকে মিলছে না রেহাই । দক্ষিণবঙ্গে জারি রয়েছে অস্বস্তিকর আবহাওয়া । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় দুই-তিন ডিগ্রি বেশি থাকবে । জানাল আলিপুর আবহাওয়া অফিস ।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর প্রভৃতি জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এখনই মিলছে না গরম থেকে স্বস্তি । দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে । কিন্তু সন্ধের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে উত্তর বঙ্গোপসাগরের উপর বায়ুর গতিবেগ আগামী 48 ঘণ্টায় বেশি থাকবে । সেইকারণে মৎস্যজীবীদের আগামী দু'দিন সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।"