পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবার মানুষ বামপন্থীদেরই ভোট দেবে : বিকাশ ভট্টাচার্য - sujan chakraborty

কেন্দ্রে মোদি এবং রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় "চোর।" এই মন্তব্য করলেন CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আজ তিনি প্রচারে বেরিয়েছিলেন। জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

বিকাশরঞ্জন ভট্টাচার্য

By

Published : Mar 24, 2019, 1:47 PM IST

কলকাতা, ২৪ মার্চ : "মানুষের হাবভাব দেখে ইতিবাচক মনে হচ্ছে। তাঁরা এবার বামপন্থীদেরই ভোট দেবেন।" আজ প্রচারে বেরিয়ে একথা বলেন যাদবপুর কেন্দ্রের CPI(M) প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বলেন, "কেন্দ্রে মোদি চোর, রাজ্যে মমতা চোর। তাঁরা দু'জনেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে।"

ভিডিয়োয় শুনুন বিকাশ ভট্টাচার্যের বক্তব্য

আজ বিকাশরঞ্জন ভট্টাচার্য যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে গড়িয়া পর্যন্ত মিছিল করেন। তাঁর সঙ্গে ছিলেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী।

বিকাশবাবু বলেন, "মানুষের মধ্যে ভয়ের চিহ্ন রয়েছে। আমরা গেলে মানুষ আগে আশপাশ দেখে নেন। তারপর ঘাড় নেড়ে বলেন সাথে আছি। কেন্দ্রে মোদি চোর, রাজ্যে মমতা চোর। বেকারত্ব চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দেশে এবং রাজ্যে চাকরি নেই। দু'জনেই মানুষকে মিথ্যে কথা বলছে। দু'জনেই বলছে উন্নতির কথা, অথচ কৃষক ফসলের ন্যায্যমূল্য না পেয়ে আত্মহত্যা করছে। দেশের কৃষক ফসলের দাম পাচ্ছেন না। বেকাররা চাকরির জন্য রাস্তায় বসে অনশন করছে। এই ঘটনাগুলো নজিরবিহীন। দেশে এবং রাজ্যে দুর্নীতিগ্রস্ত অপদার্থ সরকার চলছে। সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে আমাদের লড়াই। সামগ্রিকভাবে গোটা দেশে প্রশাসনিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। বেকারত্ব এবং কৃষকের ন্যায্য ফসলের দাম নিয়ে মিথ্যে বলা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'জনেই ধর্মের নামে বিভাজন করছেন। ধর্মের নামে রাজনীতি করছেন।"

সুজন চক্রবর্তী বলেন, "মানুষ মোদি আর দিদির অপশাসনের অবসান চাইছে। মানুষ অপেক্ষায় আছে। ভোট দিয়ে সব পালটে দেবে। মানুষের চোখ-মুখ তাই বলছে। কেউ টাকা সহ ধরা পড়ছে। কেউ সোনা সহ ধরা পড়ছে। তোলাবাজি এবং লুট চলছে। লুট ও তোলাবাজি তৃণমূল কংগ্রেসের অঙ্গের ভূষণ। তাঁদের আর কিছু নেই। BJP এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব ভোট এক করতে হবে। ওঁরা যদি বলে ৪২টি আসন পাবে, তাতেও আমি আশ্চর্য হব না। ওঁরা ৪২-এ ৮২-ও বলতে পারে। ওঁরা যা খুশি বলুক।"

ABOUT THE AUTHOR

...view details