পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মানুষ আমাদের সমর্থন করে কারণ তৃণমূল মানেই শান্তি : মালা - undefined

আজ সকালে কালীঘাটে পুজো সারলেন কলকাতা দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়।

তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়

By

Published : Apr 15, 2019, 5:28 PM IST

কলকাতা, 15 এপ্রিল : "তৃণমূল মানেই শান্তি। সাধারণ মানুষ ও দলের সার্বিক মঙ্গল কামনায় আজ কালীঘাটে পুজো দিলাম।" বললেন দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালা রায়। আজ প্রচারে বেরোননি মালা। সকালেই যান কালীঘাট।

লোকসভা নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশিত হওয়ার পর থেকে দক্ষিণ কলকাতায় নির্বাচনী ভোটপ্রচার শুরু করেছেন মালা রায়। প্রায় প্রতিদিন সকাল বেলাতেই বেরিয়ে যান প্রচারে। তবে আজ পয়লা বৈশাখ তাই সকালে প্রচার না গিয়ে কালীঘাটে পুজো সারলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "মানুষ আমাদের সমর্থন করে কারণ তৃণমূল মানেই শান্তি। তাই শুধু পরিবারের নয়, বাংলার সকলের জন্য মঙ্গল কামনা করেছি মায়ের কাছে। সবাই যাতে সুখে শান্তিতে সুস্থ থাকে সেই প্রার্থনা করেছি।" ভোট মার্জিন বাড়ার জন্য কি প্রার্থনা করলেন? এই প্রশ্নে তিনি বলেন, "যে যার মতো প্রচার করুক। বেশি ভোট বা কম ভোট বড় কথা নয়। মানুষ যাকে গ্রহণ করবে সেটাই বড় কথা। তবে দলের সার্বিক মঙ্গল কামনা করেছি।"

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details