কলকাতা, 13জুন : বর্ষা আসতেই বেহাল রাস্তার অভিযোগ । একাধিক ফোন আসছে কলকাতা পৌরনিগমের প্রশাসকের কাছে । জোকার ডায়মন্ড পার্ক, একবালপুর লেন এবং নাদিয়া লেন সহ বেশ কয়েক জায়গা থেকে ফোন আসে আজ । অভিযোগ শুনে জঞ্জাল সাফাই বিভাগের আধিকারিকদের উপর রেগে যান প্রশাসক ফিরহাদ হাকিম । প্রশ্ন করেন, নির্দেশের পরেও কেন কাজ হয়নি ।
আমফানের জেরে শহরে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে । রাস্তার ধারে বড় বড় গাছগুলি ভেঙে পড়েছে । গাছ ভেঙে পড়ায় একাধিক ফুটপাথ ক্ষতিগ্রস্ত হয়েছে । গাছের ভাঙা ডাল রাস্তা ও ফুটপাথের অনেকটা জায়গা দখল করে নিয়েছে । যাতায়াতের সমস্যা আরও বেড়েছে সাধারণ মানুষের ।
নিকাশির কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল । নিকাশি কাজ শেষ হয়ে গিয়েছে । কিন্তু বহু জায়গায় সেই খানাখন্দগুলিও মেরামত হয়নি । কোথাও কোথাও ছয়মাস পড়ে রয়েছে অর্ধ সমাপ্ত কাজ ।আবার কোথাও কোথাও চার মাস ধরে রাস্তার একই অবস্থা । এরই মধ্যে বর্ষা চলে এসেছে । এখন প্রায় রোজই বৃষ্টি চলছে শহরজুড়ে । জল জমছে রাস্তার গর্তগুলিতে । দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে । সেই রাস্তা দ্রুত মেরামতির আর্জি জানিয়ে আজ একাধিক ফোন আসে । জমা জল থেকে মশার উপদ্রব বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সাধারণ মানুষ ।