পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata on Sikkim Flood: সিকিমের বন্যায় উত্তরবঙ্গের ক্ষতিগ্রস্ত মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার, আমরা ভিখারি নই: মমতা - কেন্দ্রের বঞ্চনা

Mamata Banerjee on Sikkim Flood: সিকিমের বন্যার কারণে উত্তরবঙ্গে যে ক্ষতি হয়েছে, সেক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি কেন্দ্র ৷ উত্তরবঙ্গের মানুষ কেন্দ্রের বঞ্চনার শিকার ৷ অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata on Sikkim Flood
মমতা বন্দ্যোপাধ্যায়

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 2:59 PM IST

Updated : Oct 7, 2023, 5:01 PM IST

কলকাতা, 7 অক্টোবর:কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে যখন তিন দিন ধরে রাজভবনের সামনে ধরনা অবস্থান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখনই সিকিমের বন্যা নিয়ে এ বার রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, সিকিমের বন্যার কারণে উত্তরবঙ্গে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সে দিকে ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের ৷ সিকিমে সবরকম সাহায্য পাঠানো হলেও, বাংলার মানুষের প্রতি 'কেন্দ্রের বৈষম্য' দেখে তিনি হতবাক বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তবে তাঁর সরকার সবরকম ভাবে সিকিমকে সাহায্য করতে সচেষ্ট বলেও জানিয়েছেন তিনি ৷

শনিবার নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিমের প্রসঙ্গ টেনে লিখেছেন, "সাম্প্রতিক যে বিপর্যয় সিকিমে আমাদের ভাই-বোনদের আঘাত করেছে, তা দার্জিলিং পাহাড়ে এবং কালিম্পং-এও আমাদের লোকজনকে আঘাত করেছে । পশ্চিমবঙ্গের সংবেদনশীল 'চিকেন নেক' এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । হড়পা বানের ঘটনার রাত থেকে আমি আমার পুরো প্রশাসনের সঙ্গে 24×7 কাজ করে যাচ্ছি, যাতে লোকেদের আরও দুর্দশা থেকে বাঁচানো যায় এবং টাকা-সহ সমস্ত সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়েছি ৷ পাহাড়ে জিটিএকে 25 কোটি টাকা সহায়তা করেছি । মন্ত্রী এবং শীর্ষ আইএএস অফিসারদের পাঠানো হয়েছে এবং দলগুলি এখনও ঘটনাস্থলে রয়েছে । আমরা সেনা কর্তৃপক্ষ এবং সিকিম সরকারকে সব ধরনের সাহায্য করেছি ও করব এবং সিকিমের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব ।"

আরও পড়ুন:উত্তরবঙ্গ নিয়ে উদ্বিগ্ন মমতা, সেচমন্ত্রীকে দ্রুত শিলিগুড়িতে পৌঁছনোর নির্দেশ

সিকিমের বিপর্যয়ে বাংলার সরকার কতটা সমব্যথী সে কথা জানানোর পাশাপাশি এ প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণেরও অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিপর্যয় মোকাবিলা কেন্দ্রীয় সাহায্যের ক্ষেত্রে বাংলা বৈষম্যহীনতা দাবি করে বলে জানান তিনি ৷

মুখ্যমন্ত্রী লিখেছেন, "দার্জিলিং, কালিম্পং এবং উত্তরবঙ্গে আমাদের ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি কেন্দ্রীয় বৈষম্য দেখে আমি হতবাক ৷ সেখানেও দুর্যোগের তীব্রতা এবং মৃত্যুর ঘটনা ঘটেছে । আমরা ভিক্ষুক নই এবং আমরা মন থেকে সিকিমের পক্ষে, তবে আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় কেন্দ্রীয় সহায়তা সম্পর্কিত বিষয়ে চিকিত্সার সমতা ও বৈষম্যহীনতা চাই ।"

Last Updated : Oct 7, 2023, 5:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details