কলকাতা, ২৫ সেপ্টেম্বর : চলছে ঢালাও প্রচার অভিযান । নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি বা EVP বাস্তবায়িত করতে উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন । এর জন্য ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালের (NVSP) মাধ্যমে অনলাইনে চলছে কর্মসূচি । সাধারণ ভোটাররা NRC জুজুর ভয়ে নাওয়া-খাওয়া ভুলে লাইন দিয়েছেন সাইবার ক্যাফেতে । কিন্তু কমিশনের অনলাইন পোর্টালে গলদের অভিযোগ উঠেছে । NVSP তে রেজিস্ট্রেশন করতে গিয়েই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষজন । ফলে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি শেষ করা যাবে কি না তা নিয়েই উঠেছে প্রশ্ন ৷
www.nvsp.in। এই ওয়েবসাইটেই নিজের এবং পরিবারের নাম ভোটার তালিকায় আছে কিনা তা যাচাই করতে পারছেন সাধারণ মানুষ । কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, তথ্য যাচাইয়ের পর একটি সরকারি নথির স্ক্যান কপি আপলোড করতে হবে ওই পোর্টালে । নথির তালিকাটা বেশ লম্বা । ভারতীয় পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আধার, রেশন কার্ড, সরকারি কর্মীদের সচিত্র পরিচয় পত্র, ব্যাংকের পাস বই, কৃষকদের সচিত্র পরিচয় পত্র সহ আরও বেশ কয়েকটি নথি আছে এই তালিকায় । এই ওয়েবসাইটে প্রথমে করতে হচ্ছে রেজিস্ট্রেশন । এ জন্য দিতে হচ্ছে ফোন নম্বর । বলা হচ্ছে, সেই ফোন নম্বরে পাঠানো হবে OTP। সেই OTP ব্যবহার করেই করতে হবে রেজিস্ট্রেশন । আর সমস্যা এখানেই । অভিযোগ, বারবার চেষ্টা করেও আসছে না সেই OTP। ফলে একটা সময় বিরক্ত হয়ে আগ্রহ হারিয়ে ফেলছেন ভোটাররা । আবার অনেক ক্ষেত্রে OTP এলে সেটি কাজ করছে না । তথ্য বলছে, 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া কর্মসূচিতে এখনও তেমন সাফল্য আসেনি । এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের 50 শতাংশ ভোটারও নির্বাচক তথ্য যাচাই করেননি । রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে এমনই তথ্য ৷