পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ অধীরের - নাগরিকের শংসাপত্র

মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ মানুষের দুশ্চিন্তার কোনও কারণ নেই । নাগরিকত্বের শংসাপত্র নতুন করে এ রাজ্যের তথা মুর্শিদাবাদের মানুষকে আর দিতে হবে না । অযথা অপপ্রচারে আতঙ্কিত না হয়ে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন অধীর ।

adhir
adhir

By

Published : Dec 15, 2019, 4:30 AM IST

Updated : Dec 15, 2019, 6:27 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর : উত্তাল রাজ্য । অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদ জেলায় । আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে রেল স্টেশনে । তছনছ করে দেওয়া হচ্ছে জাতীয় সম্পত্তি । পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি । CAA-র বিরুদ্ধে ন্যায় বিচার চাইতে ফের যাওয়া যেতে পারে আদালতে মন্তব্য, অধীর চৌধুরির । পাশাপাশি, গণতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে আইন নিজের হাতে তুলে সরকারি সম্পত্তি ধ্বংস করার বিষয়টিকে নিন্দা করেছেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।

কংগ্রেস সাংসদের যুক্তি, রেল স্টেশনে আগুন দিয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনকে আটকানো যাবে না । নাগরিকত্ব (সংশোধনী) আইন আটকাতে গেলে আইনের শরণাপন্ন হতে হবে । তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ মানুষের দুশ্চিন্তার কোনও কারণ নেই । নাগরিকত্বের শংসাপত্র নতুন করে এ রাজ্যের তথা মুর্শিদাবাদের মানুষকে আর দিতে হবে না । অযথা অপপ্রচারে আতঙ্কিত না হয়ে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন অধীর ।

বাংলাদেশ থেকে যাঁরা এ দেশে এসেছেন তাঁদেরও কোনও সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি । সাংসদের বক্তব্য, "আদালত আছে । আইনের পথে সমস্যার সমাধান করা সম্ভব ৷" তিনি আরও বলেন, "BJP বা দেশের সরকার সব সংখ্যালঘুকে তাড়িয়ে দেবে এটা ভাবা ঠিক নয় । বিভ্রান্তিকর ধারণা তৈরি হচ্ছে । এর ফলে BJP-র হাত শক্ত হচ্ছে । এটাও চক্রান্ত । হিন্দু এবং মুসলমান সংহতি বজায় রেখে ভারতের চিরাচরিত ঐতিহ্যকে বজায় রাখার আবেদনও জানান তিনি ৷"

Last Updated : Dec 15, 2019, 6:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details