কলকাতা, ১৯ মার্চ : বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অন্যতম দোল। প্রতি বছরের মতো এবছরও বসন্ত উৎসব পালিত হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। আর সেই উৎসবে সামিল হতে আসা মানুষের ঢল? সে এক দেখার দৃশ্য বটে। মেয়েরা শাড়ি ও ছেলেরা পাঞ্জাবি পরে গতকাল রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে সামিল হতে আসেন। আনন্দে মেতে ওঠেন একে অপরকে রং মাখানোর মধ্যে দিয়ে। রং মাখা, মাখানো, সেলফিতে মুহূর্তটাকে বন্দী করা, গানের তালে নাচের পর সবশেষে রাঙা মুখগুলিকে ফিরতে দেখা গেল একমুখ হাসি নিয়ে।
স্থানাভাবে গত বছর জোড়াসাঁকো থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের BT রোড ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয় বসন্ত উৎসব। তবে, জায়গা বাড়লেও চিত্রে কোনও বদল ঘটেনি। রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে সামিল হতে আসা মানুষের ঢল একপ্রকার বন্ধ করে দিয়েছিল যানবাহন। ক্যাম্পাসের ভিতরেও ভরতি অগুনতি লাল, নীল, হলুদ, সবুজ আবির মাখা মুখ। প্রত্যেকেরই উদ্দেশ্য একে অপরকে রং মাখিয়ে আনন্দের মুহূর্তটাকে ভাগ করে নেওয়া। আর ব্যাকগ্রাউন্ডে সেই চিরাচরিত রবীন্দ্র সংগীত যেন বিশ্বভারতীর সংস্কৃতিকেই ফুটিয়ে তোলে।