পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শহর জুড়ে সাজসাজ রব, বড়দিনের আগে কেমন চলছে বিকিকিনি ?

Christmas Market in Kolkata: শেষ হতে চলেছে আরও একটা বছর ৷ বড়দিন থেকেই দিনগোনা শুরু ৷ বছর শেষের আগের দিনগুলো চুটিয়ে উপভোগ করতে চাইছে মহানগরবাসী ৷ দোকানে দোকানে ক্রিসমাসের জিনিসকেনার ভিড় ৷ ক্রেতা থেকে ব্যবসায়ী, বড়দিনের বাজারের বিকিকিনি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সকলের ৷

Christmas Market in Kolkata
বড়দিনের বাজার

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 7:39 PM IST

বড়দিনের আগে কেমন চলছে বিকিকিনি ?

কলকাতা, 21 ডিসেম্বর: পুজো পর্ব মিটলেও শহরের আকাশে বাতাসে এখনও উৎসবের মেজাজ ৷ আর তো দিনদুয়েক ৷ তারপরেই বড়দিন ৷ সেই উপলক্ষ্যে ইতিমধ্যে সেজে উঠেছে শহর । আলোকজ্জ্বল পার্কস্ট্রিট ৷ দোকানে সারি সারি সাজানো সান্তা ক্লজ, ক্রিস্টমাস ট্রি থেকে সান্তা ক্লজ টুপি ৷ মানুষের জিনিস কেনার ভিড়ে মুখ ঢেকেছে ব্যবসায়ীদের ৷

কলকাতার উত্তর থেকে দক্ষিণ চিত্রটা একই ৷ শহরের বিভিন্ন জায়গায় বড়দিন উপলক্ষ্যে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা । বহু ঐতিহ্যবাহী সাজের দোকানও এখন নানা রঙে ও নানা আকারে ক্রিস্টমাস ট্রিতে সজ্জিত । কোনটা হলুদ আলোয়, আবার কোনটা সাদা আলোয় আলোকিত । আছে সান্তা ক্লজের বড় বড় পুতুল । সান্তা ক্লজের গিফট বক্স, চেন, বেল, স্টার আরও কত কী ৷ নিউমার্কেট থেকে গড়িয়াহাট দোকানে গেলেই মিলবে পছন্দসই সাজানোর রকমারি জিনিস ।

হরেকরকমের ক্রিসমাস ট্রিতে রঙিন মহানগর

কেমন বিকিকিনি হচ্ছে এ বছর ?

বিক্রি নিয়ে অবশ্য নানা বিক্রেতার নানান মত । কেউ জানাচ্ছেন, করোনা পরবর্তী বাজার গত বছর খানিকটা ঠিক হয়েছে । এবার স্বাভাবিক । আবার অনেকের মতেই মালের দাম বেড়েছে, কিন্তু ক্রেতাদের বেশি দামে বিক্রি করা যাচ্ছে না । অনলাইন ব্যবসা নিয়েও অনেকে সমস্যায় পড়ছেন বলে জানান । এক বিক্রেতার কথায়, অনলাইনে ক্রেতারা চকচকে জিনিস দেখে অল্প দামে অর্ডার করে ফেলেন । অবশ্য জিনিস যা আসে তার সঙ্গে ছবির কোনও মিল থাকে না । দোকানে এলে হাতেনাতে দেখে তারপর কিনতে পারা যায় । ব্যবসায়ী মিলন মণ্ডল বলছেন, "আমরা বড়দিনের এই তিনচারদিন দোকান দিই ৷ আগের বছরের মতো এবার বাজার নেই ৷ তবে জিনিসের দাম আমরা একই রেখেছি ৷" অপর ব্যবসায়ী রাকেশের কথায়, "এবারে ঠিকঠাক ব্যবসা হচ্ছে ৷ আমরা অনেকরকম জিনিস রেখেছি এ বছর ৷"

ছোট থেকে বড় সান্তা ক্লোজের দেখা মিলছে শহরে

ক্রেতাদের মধ্যে অবশ্য দাম বাড়া নিয়ে তেমন কোনও ছাপ পড়েনি । অনেকেই আছেন যারা প্রতিবছর বড়দিনে সাজানোর জিনিস কেনেন, অনেকে আবার নতুন করে জিনিস কিনছেন ৷ তাদের অবশ্য দাবি, সময়ের সঙ্গে সব জিনিসের দাম বাড়ছে ৷ এগুলোর দামও টুকটাক বেড়েছে । পেশায় শিক্ষিকা আলপনা বসাক বলেন, "বাচ্চাদের জন্য গিফট দেওয়ার ও স্কুল সাজানোর জিনিস কিনেছি ৷ দামটা একটু বেশি লাগছে এবার ৷ তবে জিনিস তো কিনতে হচ্ছে ৷"

দোকানে দোকানে জিনিস কেনার ভিড়

ক্রিস্টমাস ট্রি'র দাম

আলো সমেত ছোট ক্রিস্টমাস ট্রি'র দাম 350 থেকে 550 টাকা । মাঝারি আলো দেওয়া ক্রিস্টমাস ট্রি'র দাম 1500 থেকে 3000 টাকা । বড় আলো দেওয়া ক্রিস্টমাস ট্রি'র দাম 3000 থেক 5000 টাকা । সান্তা পুতুল তিন ফুট- পাঁচ ফুটের দাম 2500 টাকা থেকে 4000 টাকা । ঘর সাজানোর চেন 50-100 টাকা ।

আরও পড়ুন:

  1. আলোর মেলায় সেজেছে বো ব্যারাক, বড়দিনের উৎসবের উদ্বোধন কবে ?
  2. ছাত্রদের চাপ কমাতে বড়দিনের আনন্দ, 'ক্রিসমাস কার্নিভ্যাল' স্কটিশ চার্চ স্কুলে
  3. কমছে শীত! বঙ্গে বড়দিনে চড়তে পারে পারদ, মন খারাপ করা পূর্বাভাস আবহাওয়া দফতরের

ABOUT THE AUTHOR

...view details