পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ira Bose : অভিষেকের উদ্যোগে পেনশন চালু, খুশি ইরা বসু - ira boses pension start

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর পেনশন চালু হল ৷ এত তাড়াতাড়ি যে পেনশন সমস্যা মিটে যাবে তা ভাবিনি, বললেন ইরা দেবী ৷

ইরা বসু
ইরা বসু

By

Published : Sep 21, 2021, 10:14 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর : অবশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শ্যালিকা ইরা বসুর পেনশন চালু হল ৷ বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী থাকাকালীনও তাঁর পেনশন সমস্যার সমাধান হয়নি ৷ গত কয়েকদিন আগে লুম্বিনী হাসপাতাল থেকে বাড়িতে এসে সংবাদমাধ্যমে এমনই জানিয়েছিলেন ইরা বসু ৷ তিনি সেদিন এও বলেন, "অভিষেকের লোকেরা হাসপাতালে আমাকে আশ্বস্ত করেছিলেন যে আমার পেনশন সমস্যার সুরাহা হবে ।"

কিন্তু এত তাড়াতাড়ি যে সমস্যার সমাধান হয়ে যাবে তা তিনি নিজেও আশা করেননি ৷ মূলত কাগজপত্রের সমস্যার কারণেই জটিলতা তৈরি হয়েছিল । তা সত্ত্বেও আবেদন করেছিলেন আটকে থাকা পেনশন চালু করার জন্য । রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকার ভবঘুরে হিসেবে রাস্তায় পড়ে থাকা এবং পেনশন না পাওয়ার অসহায়তা দেখে খোঁজখবর নিয়েছিলেন সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

শুধু খবর নিয়েই থেমে থাকেননি তিনি ৷ ইরা বসুর আটকে থাকা পেনশন দ্রুত চালুর ব্যবস্থা করলেন । মঙ্গলবার সেই খবর খড়দহের বাড়িতে ইরা বসুর কাছে পৌঁছতেই স্বস্তির নিশ্বাস ফেললেন কৃষ্ণেন্দু মিন্টু ভট্টাচার্য এবং সুদীপ বাচ্চু রায় । এই দুই ব্যক্তির উদ্যোগেই ভবঘুরে ইরা বসু খবরে এসেছিলেন । লুম্বিনী মানসিক হাসপাতাল ঘুরে খড়দহের বাড়িতে ফিরেছেন এদের উদ্যোগে । মমতা সরকারের আমলে পেনশন না পাওয়ায় সামান্য ক্ষোভ থাকলেও এখন সব জল । গত কয়েকদিনে রাজ্যের সহযোগিতায় আপ্লুত ইরাদেবী ।

আরও পড়ুন :Ira Bose : অবসরের সময় বুদ্ধদেববাবু মুখ্যমন্ত্রী থাকলেও পেনশন সমস্যার সমাধান হয়নি : ইরা বসু

ABOUT THE AUTHOR

...view details